বিনোদিনীতে ‘বিনোদিনী’ র প্রিমিয়ার, তৈরি ঐতিহাসিক মুহূর্ত

রঙ্গমঞ্চের একচেটিয়া সম্রাজ্ঞীর জীবনী এবার সেলুলয়েডে। আজ, বৃহস্পতিবার বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রামকমল মুখোপধ্যায় পরিচালিত ছবি ‍‘বিনোদিনী’।

Must read

প্রতিবেদন : রঙ্গমঞ্চের একচেটিয়া সম্রাজ্ঞীর জীবনী এবার সেলুলয়েডে। আজ, বৃহস্পতিবার বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রামকমল মুখোপধ্যায় পরিচালিত ছবি ‍‘বিনোদিনী’। তার আগে বুধবার বিনোদিনী থিয়েটারে সিনেমার প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন ছবির নায়িকা রুক্মিণী মৈত্র, কৌশিক গঙ্গোপাধ্যায়, পরিচালক রামকমল মুখোপাধ্যায়, প্রযোজক দেব-সহ অন্যান্য কলাকুশলীরা। বাংলা থিয়েটারের কিংবদন্তির আত্মজীবনীতে কতটা যথাযথ রুক্মিণী, এদিন যেন সেই পরীক্ষাই হল। গত কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন বাংলা নাট্য জগতের প্রথম মহিলা সুপারস্টারের আত্মজীবনীকে সকলের সামনে তুলে ধরার জন্য। পাঁচ বছর ধরে চরিত্রের সঙ্গে যাপন করেছেন প্রত্যেকটা মুহূর্ত।
দিনের পর দিন বিনোদিনী হিসেবে ভেঙেচুরে নিজেকে নাট্য সম্রাজ্ঞীর রূপ দিয়েছেন রুক্মিণী। কখনও বেলুড় মঠ-এ দু’হাত উপরে তুলে নাম সংকীর্তন করছেন তিনি, কখনও আবার নিজের পোস্টার নিজের হাতেই সেঁটে দিচ্ছেন দেওয়ালে দেওয়ালে।

আরও পড়ুন-ট্রাম্পের নীতিতেই সায় দিল্লির

খোলের তালে থিয়েটারের চেনা বোল সঙ্গে নিয়েই দেব-রুক্মিণী সাদরে অভ্যর্থনা জানান দর্শকদের। বিনোদিনী থিয়েটারে ‍‘বিনোদিনী… একটি নটীর উপাখ্যান’ সিনেমার প্রিমিয়ার যেন এক ইতিহাস তৈরি করল। প্রযোজক অভিনেতা দেব জানালেন, এ যেন পরম প্রাপ্তি। রুক্মিণী একগাল হেসে বললেন, এটা আমার নয়, বিনোদিনীর গল্প। কৌশিক গঙ্গোপাধ্যায় ওরফে পর্দার গিরিশ ঘোষকে ‍‘মাস্টারমশাই’ সম্বোধনে স্টেজে ডেকে নেন অভিনেত্রী। গুরমুখ মীর বলছেন, রুক্মিণীর অভিনয় আর রামকমল মুখোপাধ্যায়ের ট্রিটমেন্ট এ ছবিতে টেস্ট মেকারের মতো কাজ করেছে। বেশ কিছু খামতিকে দূরে সরিয়ে পুরো সিনেমা জুড়ে নিজের অভিনয়ের উপাখ্যান তৈরি করলেন। প্রিমিয়ারের শুরুতে বলেছিলেন, ‍‘‍‘কাজ কথা বলবে।’’ সিনেমা শেষেও সেই জয়ের হাসি অক্ষুণ্ন রইল ‍‘বিনোদিনী’ রুক্মিণীর টোল পড়া গালে।

Latest article