নাজির হোসেন লস্কর, মগরাহাট : কলেজের যাতায়াতের রাস্তা সংকীর্ণ৷ কলেজ পড়ুয়াদের স্বার্থে সেই রাস্তা দ্রুত প্রশস্ত করে দেওয়া হবে বলে অঙ্গীকার করলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাধিপতি শামিমা সেখ৷ ছাত্র সংসদের আয়োজনে তিনদিন ব্যাপী মগরাহাট কলেজে ঐকতান বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সোমবার থেকে৷ মঙ্গলবার ওই অনুষ্ঠানে সভাধিপতি বলেন, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিকজগৎকেও গুরুত্ব দেওয়া জরুরি৷
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর ঘোষণা: সুন্দরবন আলাদা জেলা, বনবিবি মন্দির ঘিরে পর্যটন
শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় আটকে থাকলে হবে না, পড়াশুনার মান এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যা সমাজ ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে৷ এদিন ফিতে কেটে কলেজের সদর গেটের উদ্বোধন করেন সভাধিপতি৷ উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা৷ ছাত্রছাত্রীদের তিনি স্মরণ করান প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের কথা৷ শত কষ্টের মধ্যে থেকেও সর্বোচ্চ শিখরে যে পৌঁছানো যায় তা তিনি দেখিয়ে দিয়ে গেছেন৷ শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, আজকের ছাত্র সমাজের একটা বিরাট দায়িত্ব এবং কর্তব্য রয়েছে৷ শুধুমাত্র নিজেদের পঠন পাঠনের মধ্যে থাকলে চলবে না৷ সামাজিক ও দেশের উন্নয়নের ক্ষেত্রে তোমাদের একটি বড় ভূমিকা রয়েছে৷ সেটা তোমাদের খেয়াল রাখতে হবে৷
আরও পড়ুন-প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখোপাধ্যায়
এদিন সভাধিপতি তাঁর বক্তব্য শেষে মগরাহাট রেল স্টেশন বা বাসমোড় থেকে কলেজে আসার সংকীর্ণ রাস্তাটি ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জেলা পরিষদ এবং স্থানীয় জেলা কর্মাধ্যক্ষ তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি হায়দার আলি মল্লিকের আর্থিক সহযোগিতায় রাস্তাটি চওড়া করে দেওয়ার অঙ্গীকার করেন তিনি৷ অনুষ্ঠানে বিধায়ক নমিতা সাহা, বিডিও সেখ আবদুল্লাহ, ওসি আবদুস সামাদ আনসারি, অধ্যক্ষ আশিষ মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ হালদার মগরাহাট যুব তৃণমূল সভাপতি বাচ্চু সেখ প্রমুখ৷