জ্বালানির দাম বেড়েই চলেছে আমজনতার নাভিশ্বাস

Must read

প্রতিবেদন : ভোটমুখী রাজনীতির কারণেই সাময়িকভাবে দাম বৃদ্ধি স্থগিত ছিল৷ তখন রাজনৈতিক মহলে বলা হয়েছিল, এ সবই হল ভোটের আগে মানুষকে বোকা বানানোর কৌশল৷ অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পরই জ্বালানির দাম বাড়াবে মোদি সরকার। বাস্তবে তাই হল। চার মাসের কিছু বেশি সময় পর মঙ্গলবার প্রথম পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ে (Petrol Diesel Price Hike)। বুধবার দ্বিতীয় দিনেও পেট্রোল-ডিজেলের দাম বাড়ল। বুধবার প্রতি লিটার পেট্রোলে ৮৩ পয়সা এবং ডিজেলে ৮০ পয়সা দাম বেড়েছে। ফলে বুধবার কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হয় ১০৬.৩৪ টাকা। বুধবার কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হয় ৯১.৪২ টাকা।

আরও পড়ুন – কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আজ সাক্ষাৎ তৃণমূল সংসদীয় দলের

মাস কয়েক আগে পেট্রোল-ডিজেলের দাম একটানা বেড়ে (Petrol Diesel Price Hike) সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। যে কারণে নরেন্দ্র মোদি সরকার ২০২১ সালের ২ নভেম্বর পেট্রোল ও ডিজেলের উপর থেকে সামান্য ছাড় দেওয়ার ঘোষণা করেছিল। ওই ঘোষণার পর একটানা ১৩৭ দিন পেট্রোল-ডিজেলের দাম ছিল অপরিবর্তিত। কারণ, তখন সামনে ছিল বিধানসভা ভোটের বৈতরণী পেরনোর তাগিদ৷ এরপর পাঁচ রাজ্যের ভোট প্রক্রিয়া মিটতেই মঙ্গলবার প্রথমবার পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বাড়ে। বুধবার ফের পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হল। ইউক্রেন–রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়েছে। এরই মধ্যে আমেরিকা ও পশ্চিমি দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। এই পরিস্থিতিতে রাশিয়া নিজেদের অর্থনীতিকে চাঙ্গা রাখতে সস্তা দরে ভারতকে বিপুল পরিমাণ তেল বিক্রির চুক্তি করেছে। কিন্তু তারপরেও পেট্রোল–ডিজেলের দামে আগুন৷ রান্নার গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় ৫০ টাকা বেড়ে প্রায় হাজার ছুঁই ছুঁই৷ একধাক্কায় অনেকটা বেড়েছে গরিব মানুষের ব্যবহারের তালিকায় থাকা কেরোসিনের দামও৷

Latest article