এনজেপিতে মুখ্যমন্ত্রীর প্রকল্পই শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

সেই কাজেরই শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল সূত্রে জানা গিয়েছে আগামী ৩০ মাসের মধ্যে এই কাজ শেষ করবে।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : রেলমন্ত্রী থাকাকালীন নিউ জলপাইগুড়ি স্টেশন সাজিয়ে তুলেছিলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বেশ কিছু প্রকল্পের উদ্যোগ নিয়েছিলেন। সেই সব প্রকল্প বাস্তবায়িত হওয়ায় খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নিউ জলপাইগুড়ি স্টেশনকে কিছুটা সজিয়ে তুলেছিলেন। বাকি কাজের উদ্যোগ নিয়েছিলেন। তাঁর সেই উদ্যোগকে রূপ দিতে চলেছে রেল দফতর। ৩৫০ কোটি টাকা ব্যয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন আন্তর্জাতিক স্টেশনের রূপ নিতে চলেছে।

আরও পড়ুন-ভ্রান্তনীতি বরদাস্ত নয়, বিজেপি ছাড়াই দেশ গড়বে মানুষই

সেই কাজেরই শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল সূত্রে জানা গিয়েছে আগামী ৩০ মাসের মধ্যে এই কাজ শেষ করবে। এছাড়াও নিউ জলপাইগুড়ি স্টেশন নতুন রূপ নিলে সেখানে আধুনিক পার্কিং থেকে যাত্রী স্বাচ্ছন্দের যাবতীয় ব্যবস্থা থাকবে। তবে এনজেপি থেকে টয় ট্রেন চলাচল করার কারণে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের পৃথক করিডোর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে রেলের এই কাজ করতে গেলে এনজেপি এলাকায় কয়েক হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কারণ সমস্ত ব্যবসায়ীদের উচ্ছেদ করার নোটিশ ইতিমধ্যে দিয়েছে রেল। এরই প্রতিবাদে আইএনটিটিইউসি আন্দোলনে নেমেছে।

১) ৩৫০ কোটি টাকার প্রকল্প
২) কাজ শেষ হবে ৩০ মাসে
৩) স্টেশন হবে আন্তর্জাতিক মানের

Latest article