প্রতিবেদন : বাংলার (Bengal) বকেয়া নিয়ে কথা বলবেন বলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন। জানা গিয়েছে আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একথা জানিয়েছেন। বলেন, আমি প্রধানমন্ত্রীর সময় চেয়েছিলাম। উনি সময় দিয়েছেন। আমরা বাংলার হকের পাওনার কথা বলতে যাব। স্পষ্ট বলব, আমাদের টাকা আমাদের দাও। ১৭ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ১৯ তারিখ ইন্ডিয়া জোটের চতুর্থ বৈঠক।
আরও পড়ুন-প্রথমবার বিধায়ক, পরের ধাপেই রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা
এর আগেও তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বাংলার পাওনাগণ্ডা মিটিয়ে দেওয়ার দাবি জানিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। রীতিমতো খাতায়-কলমে হিসেব পেশ করে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন বাংলার পাওনা কোন খাতে কতটা টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে। তারপরেও নানা অজুহাতে সেই টাকা আটকে রাখা হয়েছে। প্রায় প্রতি মাসেই কেন্দ্রীয় দল আসে বাংলায় খোঁজ-খবর নিতে। তারা ফিরে গিয়ে রিপোর্ট দেয়। যে কারণে তাদের পাঠানো হয়েছিল সেসব কিছুই পাওয়া যায়নি। তারপরেও মেলেনি টাকা। গত অক্টোবরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে ঝোড়ো আন্দোলন হয়।