জুরিখ, ১৮ ডিসেম্বর : ২০২৬ বিশ্বকাপের (World Cup) জন্য রেকর্ড পুরস্কারমূল্য ঘোষণা করেছে ফিফা। এক বিজ্ঞপ্তিতে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়েছে, আগামী বছরের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর পুরস্কারমূল্য বৃদ্ধি পেল প্রায় ৫০ শতাংশ। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৫০ কোটি টাকা। রানার্স দল পাবে ৩৩ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭৫ কোটি টাকা।
আরও পড়ুন-ভারতের জার্সি পরে পাক খেলোয়াড় চাপে
২০২২ কাতার বিশ্বকাপের (World Cup) পুরস্কারমূল্য ছিল ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার। এবার তা বেড়ে হয়েছে ৬৫৫ মিলিয়ন মার্কিন ডলার। এক ধাক্কায় ৪৯ শতাংশ বৃদ্ধি পেল পুরস্কারমূল্য। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৫,৯১৩ কোটি টাকা ফুটবলের মহাযুদ্ধে দলগুলির মধ্যে ভাগ করে দেওয়া হবে। পাশাপাশি অংশ নেওয়া ৪৮ দেশকে দেওয়া হবে ৬৫০ কোটি টাকা। অর্থাৎ বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য ৬৫৬৩ কোটি টাকা। এবার ৪৮ দেশের বৃহত্তম বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই চলবে বিশ্বকাপ। গ্রুপ পর্বে ছিটকে যাওয়া দলগুলো পাবে ৯০ লক্ষ ডলার করে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, প্রাইজমানি বুঝিয়ে দিচ্ছে, গোটা বিশ্বের ফুটবল সম্প্রদায়ের জন্য আর্থিকভাবে এক নতুন দিগন্ত উন্মোচন করবে এবারের বিশ্বকাপ।

