কলকাতা-লন্ডন সরাসরি উড়ান না থাকাতেই সমস্যা

কলকাতা থেকে সরাসরি লন্ডনের উড়ান নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : কলকাতা থেকে সরাসরি লন্ডনের উড়ান নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুবাইয়ের উদ্দেশে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এখান থেকে দুবাই হয়ে লন্ডন যেতে হবে! যাতায়াতে দিনরাত দুই-ই লেগে যাচ্ছে। সারারাত জার্নি করতে হবে। খুব ‘হেকটিক’ জার্নি। ফেরার সময়ও সকালে দুবাইয়ে এসে সেখান থেকে সন্ধ্যায় কলকাতা ফিরব।

আরও পড়ুন-জলেই জীবন

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, আমরা তো সরাসরি উড়ানের অনেক চেষ্টা করছি। দেখা যাক। তাঁর সংযোজন, আমাদের সকালের বিমান ছিল, বাতিল করতে হয়েছে। অনেক প্রোগ্রামই ডিস্টার্বড হয়েছে। যেহেতু আমাদের অনেকগুলি বিজনেস মিটিং, অক্সফোর্ডের ভাষণ-সহ অনেকগুলি অনুষ্ঠান রয়েছে তাই যেতে হচ্ছে। তবে জার্নিটা খুব ‘হেকটিক’ হয়ে গেল। মাঝখানে মাত্র চারটে দিন ওখানে থাকব। এরপরই রাজ্যবাসীকে অভয় দিয় মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মা মাটি মানুষকে বলব, আপনারা সকলে ভাল থাকবেন। মাত্র চারটে দিন থাকব। তবে আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ থাকবে। কোনও সমস্যা হলে দেখে নেব।

Latest article