প্রতিবেদন : আইনি পথেই মিটবে চাকরি সংক্রান্ত জট। এবিষয়ে ১০০ শতাংশ আত্মবিশ্বাসী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর স্পষ্ট কথা যোগ্যদের সকলের চাকরি ফিরবে। কারও চাকরি যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের উপর ভরসা রাখুন।
আরও পড়ুন-তুমুল ঝড়ে রাজ্য সড়কে গাছ পড়ে ব্যহত যান চলাচল, সীমান্তে ডিউটি চলাকালীন বাজ পড়ে মৃত বিএসএফ জওয়ান
বৃহস্পতিবার একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামিকাল শুক্রবার চাকরিহারাদের সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে এসএসসি এবং শিক্ষা দফতরের কর্তারাও থাকবেন। আশাবাদী শিক্ষামন্ত্রীর বক্তব্য, চাকরি তো এই সরকারই দিয়েছিল। সেই চাকরি চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোরে চাকরিহারাদের ডেকে মানসিক, প্রশাসনিক ও আইনিভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর দেওয়া চাকরি যাতে চলে যায় তার জন্য কিছু লোক উঠেপড়ে লেগেছিল। তারাই আজকে কুমিরের কান্না কাঁদছে। ব্রাত্য বসুর মতে, চাকরিহারাদের আরও ধৈর্য-ধরা উচিত। আদালতই তো বলেছে, পুনরায় পরীক্ষা দিতে হবে। আইনি প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। চাকরিহারাদের পাশে রাজ্য সরকার ছাড়া আর কেউ নেই। ব্রাত্যর কথায়, নিচ্ছিদ্র ও দুর্নীতিমুক্ত নিয়োগ হবে। বিরোধীদের তোপ দেগে তিনি বলেন, বাংলার শিক্ষা পরিকাঠামোকে ধ্বংসের চক্রান্ত চলছে। বুধবারের ঘটনা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা আলোচনা করতে চাইছি। তবে এমন কাজ কেন করছেন যাতে দু’পক্ষের মধ্যে দেওয়াল তৈরি হয়! তাঁর স্পষ্ট কথা কারও প্ররোচনায় পা না দিয়ে স্কুলে ফেরত যান। আগামিকালের বৈঠক নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, ওরা বলেছে দাবিদাওয়া পয়েন্ট আকারে লিখে আনবে। আইনি পথেই আমরা এগোব। আমি আশাবাদী এই আলোচনা থেকে সমাধান আসবে। ওদের এই সমস্যা থেকে বের করে আনা আমাদেরই দায়িত্ব। আমি ১০০ শতাংশ সেই দায়িত্ব পালন করব। চাকরিহারাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর বক্তব্য, আইনের উপর ভরসা রাখুন। রাজ্য সরকারের উপর ভরসা রাখুন। আমরা সবাই আপনাদের পাশেই আছি।