যুবভারতীতে মেসিকাণ্ডের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু

Must read

যুবভারতীতে মেসিকাণ্ডে (Yuba Bharati_Messi) টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট। গত ১৩ ডিসেম্বর যুবভারতীতে ওই অনুষ্ঠানের টিকিট বিক্রি করে করে ১৯ কোটি টাকা আয় হয়েছিল। মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। তারপরেই গ্রেফতার করা হয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। সেইসময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, টিকিটের সব টাকা ফেরত দেওয়া হবে। সেই মত আদালতের অনুমতি নিয়ে টাকা ফেরতের কাজ শুরু করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর। এদিকে সেদিনের ঘটনার প্রকৃত চিত্র পেতে সিট ইতিমধ্যেই সেদিন মাঠে উপস্থিত বেশকিছু দর্শকের বয়ান নিয়েছে। আরও বেশ কিছু দর্শকের বয়ান রেকর্ড করা হবে।

আরও পড়ুন- স্টুডেন্টস উইক: ভবিষ্যতে পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর

এদিকে, টিকিট বিক্রির বরাত পাওয়া সংস্থার সহ-সভাপতি পুলিশকে জানিয়েছেন, সংস্থার সঙ্গে শতদ্রু দত্তর কলকাতা, দিল্লি ও মুম্বই এই তিনটে শহরের জন্য চুক্তি হয়েছিল। তিনটে শহরের জন্য মোট যা অর্থ দেওয়ার কথা ছিল শতদ্রুকে, তার বেশিরভাগটাই দেওয়া হয়ে গিয়েছে। আর মাত্র ৮ কোটি টাকা তাদের কাছে বাকি আছে। ঐ সংস্থার সহ-সভাপতি আরও বলেন যদি সিট বলে তাহলে বাকি থাকা সেই অর্থ তারা তদন্তকারীদের তিনি দিয়ে দেবেন। কিন্তু, বাকি টাকা শতদ্রুকেই দিতে হবে বলেও নাকি পুলিশকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সংস্থার সহ-সভাপতি।

Latest article