সন্ন্যাসজীবন বেছে নিলেন ভূগোলের অধ্যাপিকা

সন্ন্যাসজীবন বেছে নিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপিকা ড. রুমকি সরকার। অবিবাহিত ৩৮ বছরের রুমকিদেবীর বাড়ি বর্ধমানে।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : সন্ন্যাসজীবন বেছে নিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপিকা ড. রুমকি সরকার। অবিবাহিত ৩৮ বছরের রুমকিদেবীর বাড়ি বর্ধমানে। ২০১৬ সালে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা পদে যোগ দেন। বাড়িতে বৃদ্ধা মা ও দাদা রয়েছেন। রায়গঞ্জ শহরের বীরনগরে বাড়ি ভাড়া নিয়ে থাকেন। তবে রুমকি সাংসারিক জীবন ত্যাগ করলেও অধ্যাপনা করবেন। ১ নভেম্বর বিশ্ববিদ্যালয় খুললে যোগ দেবেন। উপাচার্য, রেজিস্ট্রার, ডিন থেকে শুরু করে তাঁর সহকর্মীরা কিছুটা আশ্চর্য হলেও ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ কিছু বলতে চাননি।

আরও পড়ুন –ভিড় টানছে টুইন টাওয়ার

তবে তিনি যে অনেকদিন ধরে আধ্যাত্মিক চর্চা করছেন তা তাঁদের কথায় বোঝা গিয়েছে। মহারাষ্ট্রের নাসিক থেকে ২০ কিমি দূরে এক গুরুদেবের থেকে সন্ন্যাস নিয়ে তিনি রায়গঞ্জ অভিমুখে রওনা দিয়েছেন। ফোনে রুমকি জানান, সন্ন্যাসের নিয়ম মেনে সন্ন্যাসী হয়েছি। এই জীবনে আসা হঠাৎ নয়। সন্ন্যাসযোগের জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম। ঈশ্বরের কৃপায় যোগ মিলল। তিনি আরও বলেন, আড়াই বছর আগে মহারাষ্ট্রের নাসিকের থেকে ২০ কিমি ত্র্যম্বকেশ্বর গিয়ে গুরুদেবের সঙ্গে কথাবার্তা বলে এসেছিলাম। এবারে গিয়ে যোগ নিলাম। ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ রয়েছে ওখানে। ১২ বছর আগে বর্ধমানে দীক্ষা নিয়েছিলাম গুরুদেবের কাছে। মা, দাদা ও দিদির সম্মতিতে এই জীবনে এসেছি। সবার সঙ্গে যোগাযোগ রাখব, কারণ আমার তো কর্মজীবন আছে। আগামী ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া পোশাক পরেই যাব।

Latest article