বঙ্গ

মেয়র পারিষদের প্রস্তাব গেল নবান্নে, বাড়ছে কলকাতা পুর-এলাকা

প্রতিবেদন : বাড়তে চলেছে কলকাতা পুরসভার এলাকা। ইএম বাইপাস সংলগ্ন দক্ষিণ-পূর্ব কলকাতার কিছু পঞ্চায়েত অঞ্চল এবং রাজপুর-সোনারপুর পুরসভার একটি ওয়ার্ড কলকাতা পুরসভার আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ-ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। রাজ্য সরকারের কাছে এ-নিয়ে একটি প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে। পুরসভার মেয়র পরিষদের গৃহীত সিদ্ধান্ত অনুসারে শহরের ১০৯, ১১২ ও ১১৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন একটি পঞ্চায়েত এবং সোনারপুর পুরসভার একটি ওয়ার্ডের কিছুটা অংশ পুরসভার আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন-সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ আরও ৪৪০০ কোটি, গড়ে উঠছে ৬৬০ মেগাওয়াটের ৫ম ইউনিট

পরিকল্পনা বাস্তবায়িত হলে ১০৯ নম্বর ওয়ার্ড সংলগ্ন খেয়াদহ-২ গ্রাম পঞ্চায়েতের জগদিপোতা মৌজা ও মুকুন্দপুর মৌজা আসবে পুরসভার আওতায়। বাকি ১৯২ এবং ১১৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন রাজপুর-সোনারপুর পুরসভার রানিয়া মৌজা কলকাতায় ঢুকবে। এটি ওই পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। ২০১২ সালে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের জোকা গ্রাম পঞ্চায়েত অঞ্চল কলকাতা পুর এলাকার অন্তর্ভুক্ত হয়। তৈরি হয় ১৪২, ১৪৩ ও ১৪৪ নম্বর ওয়ার্ড। তার প্রায় ১০ বছর পর ফের নতুন এলাকা শহরের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। যদিও এখনও ঠিক হয়নি ওই সব এলাকা কলকাতা পুরসভার আওতায় আসার পরে শহরে ওয়ার্ডের সংখ্যা বাড়বে নাকি একই থাকবে। কলকাতার সংলগ্ন এইসব অঞ্চলে অল্প-বিস্তর নগরায়ন হয়েছে।

আরও পড়ুন-আজ চে-কে বড্ড মনে পড়ে

কিন্তু পর্যাপ্ত বা আদর্শ পুর পরিষেবা নাগরিকরা পাচ্ছেন না। তাই এইসব অঞ্চলকে যদি কলকাতার সঙ্গে যুক্ত করা হলে সেখানকার বাসিন্দাদের উন্নতমানের পরিষেবা দেওয়া যাবে। একই রাস্তার এক প্রান্তে গ্রাম এবং অপরদিকে পুরসভা, এই ভেদটা আর থাকবে না। তবে বিষয়টি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। কেননা, এই অন্তর্ভুক্তির বিষয় সংক্রান্ত প্রস্তাব প্রথমে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের কাছে যাবে। তারপর রাজ্যের পঞ্চায়েত দফতরের অনুমতির প্রয়োজন রয়েছে। সব শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনক্রমে এটা বাস্তবায়িত হবে।

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

39 minutes ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

3 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

6 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

7 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

7 hours ago