প্রতিবেদন: ইতি ঘটল কিংবদন্তি বাঘিনি ‘অ্যারোহেড’-এর জীবনের। বন দফতর জানিয়েছে, রণথম্ভোরের রানির মৃত্যুর কারণ মস্তিষ্কে টিউমার। রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৪ বছর। কিছুদিন আগেই পদম তালাও (জলাশয়) এলাকায় একটি কুমিরকে শিকার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে এই বাঘিনি। সেই ভিডিও ভাইরাল হলে হাজার হাজার মানুষ তাকে ‘নায়িকা’ তকমা দেয়।
সম্প্রতি তার মেয়ে ‘কঙ্কাতি’ দু-জন মানুষ মেরে মানুষখেকো হয়ে যায়। মঙ্গলবার, বন দফতর তাকে ঘুমপাড়ানি গুলি করে মুকুন্দ্রা হিল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে পাঠায়। ঠিক সেই দিন সন্ধ্যাবেলায় অ্যারোহেডের মৃত্যুসংবাদ আসে। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বন প্রশাসন থেকে শুরু করে বন্যপ্রাণীপ্রেমীরা। অ্যারোহেড বেশ নামজাদা কুলের বাঘ। সে ছিল বিখ্যাত বাঘ ‘মাছলি’-র নাতনি এবং কৃষ্ণা নামক আরেক পরিচিত বাঘিনির কন্যা। শুধু রক্তসূত্রেই নয়, সাহসিকতা ও রাজকীয়তা দিয়েও সে হয়ে উঠেছিল ‘রণথম্ভোরের রানি’। অ্যারোহেডের মুখের চিবুকের কাছে তিরের মতো দাগ থাকায় তার নাম রাখা হয় ‘অ্যারোহেড’। রণথম্ভোরের নলঘাটি ও রাজবাগ লেকের কাছেই ছিল তার ঘাঁটি। মৃত্যুর পর যোগী মহলের কাছ থেকে তার দেহ উদ্ধার করেন বনকর্মীরা। বন আইন মেনে সম্পূর্ণ ধর্মীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন বনের ওয়ার্ডেন, চিত্রগ্রাহক, স্থানীয় বাসিন্দা-সহ আরও অনেকে। ফুল-মালায় সাজিয়ে তার মরদেহকে শেষ বিদায় জানানো হয়।
আরও পড়ুন-স্ত্রীকে উপহার দিতে স্বর্ণবিপণিতে ৯৩ বছরের বৃদ্ধ, মঙ্গলসূত্রের দাম নিলেন না মুগ্ধ দোকানি
জানা গেছে, অ্যারোহেড চারবার সন্তান প্রসব করেছে এবং তার ১০টি বাচ্চার মধ্যে এখনও বেঁচে রয়েছে ৬টি। রণথম্ভোরের সরকারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখা হয়েছে—‘‘অ্যারোহেড ছিল এই জঙ্গলের সম্পদ, গর্ব। তার রাজকীয় চালচলনের জন্য তাকে ‘রণথম্ভোরের রানি’ বলা হত। আজ তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।’’
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…