Omicron: ওমিক্রন সংক্রমণের হার তিনগুণ বেশি

২৭ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনের সংক্রমণ গ্রাফ নিয়ে কাজ করেছে ওই সংস্থা, সেখানেই জানা গিয়েছে এই তথ্য।

Must read

প্রতিবেদন : করোনার একের পর এক নতুন ভ্যারিয়েন্ট এসেই চলেছে। ডেল্টা, বিটা হয়ে এবার ওমিক্রন। সমীক্ষা বলছে যে, এর আগে যে সব ভ্যারিয়েন্ট এসেছে তাদের তুলনায় অনেক বেশি সংক্রামক নতুন প্রজাতি ওমিক্রন।

আরও পড়ুন-Omicron: তৃতীয় আক্রান্তের খোঁজ এবার গুজরাটে, দক্ষিণ আফ্রিকা সফরের পরেই অসুস্থ

জানা গিয়েছে, ওমিক্রনে পুনর্সংক্রমণের হার প্রায় তিনগুণ বেশি! সাম্প্রতিক সমীক্ষায় এই তথ্য প্রকাশ। ২৭ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনের সংক্রমণ গ্রাফ নিয়ে কাজ করেছে ওই সংস্থা, সেখানেই জানা গিয়েছে এই তথ্য। ২৮ লক্ষের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, প্রায় ৩৫,৬৭০ জন দু’বারের বেশি করোনা আক্রান্ত হয়েছেন৷ এবং তাঁরা এখন আক্রান্ত ওমিক্রনে। ওই দেশের ‘ডিএসআই-এনআরএফ সেন্টার অফ এক্সিলেন্স ইন এপিডেমিওলজিকাল মডেলিং অ্যান্ড অ্যানালাইসিস’-এর ডিরেক্টর জুলিয়াম পুলিয়েট বলেছেন, করোনার দুই ঢেউয়ে যাঁরা আক্রান্ত হয়েছিলেন, তাঁদের অনেকের দেহেই ওমিক্রন হানা দিয়েছে।

আরও পড়ুন-ঘরে-বাইরে মিথ্যাচার, এটাই ওদের ক্যারেকটার

তবে সংশয়ের জায়গা হল টিকা৷ কারণ জানা যায়নি যে, সব আক্রান্ত টিকা নিয়েছিলেন কি না। ফলে এটাও বোঝা যায়নি এই ভ্যারিয়েন্ট টিকাকে আদৌ প্রতিহত করে দিচ্ছে কি না। এ নিয়ে আরও সমীক্ষা চলছে।

Latest article