শুরু হল নিয়োগ প্রক্রিয়া আবেগে ভাসলেন প্রার্থীরা

মুখ্যমন্ত্রী তাঁর দেওয়া কথা রেখেছেন। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, ওয়েটিং লিস্টে থাকা ১৪০৪ জন চাকরিপ্রার্থীই নিয়োগপত্র পাবেন।

Must read

প্রতিবেদন : এসএসসি চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। নানা আইনি জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল নিয়োগ। শেষমেশ রাজ্য সরকারের সদিচ্ছাতেই ১৬০০ শূন্যপদে শুরু হল নিয়োগ প্রক্রিয়া। বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের শুরু হয়েছে কাউন্সেলিং। আর নিয়োগ প্রক্রিয়া শুরু হতেই চাকরিপ্রার্থীরা আবেগে ভাসলেন। আনন্দে অনেককে কেঁদে ফেলতেও দেখা গেল। তাঁরা বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানালেন।

আরও পড়ুন-প্র্যাকটিক্যাল ১৫ই

মুখ্যমন্ত্রী তাঁর দেওয়া কথা রেখেছেন। স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, ওয়েটিং লিস্টে থাকা ১৪০৪ জন চাকরিপ্রার্থীই নিয়োগপত্র পাবেন। রাজ্য মন্ত্রিসভায় আগেই শূন্যপদ তৈরি করা হয়েছিল। মূলত শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থী যাঁরা ওয়েটিং লিস্টে ছিলেন, তাঁদের জন্যই এই শূন্যপদ তৈরি হয়েছিল। পুজোর আগে বিজ্ঞাপন দিয়ে নিয়োগের কথা জানানো হয়। শারীরশিক্ষায় ৮৫০ ও কর্মশিক্ষায় ৭৫০, দুটো মিলিয়ে ১৬০০ শূন্যপদ তৈরি হয়েছে। তার এক মাসের মধ্যেই শুরু হল নিয়োগ। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এরপর নবম ও দশম শ্রেণির বঞ্চিতদেরও নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি। তবে এ ব্যাপারে হাইকোর্টের মতামতকেই গুরুত্ব দিতে চায় পর্ষদ।

Latest article