বার্ধক্য, বিধবা ও মান্য পেনশন সংক্রান্ত পরিষেবা আরও দ্রুত ও নাগরিক বান্ধব করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ওয়েস্ট বেঙ্গল ওল্ড এজ পেনশন স্কিম ২০১০, ওয়েস্ট বেঙ্গল উইডো পেনশন স্কিম ২০১ এবং মান্য পেনশন স্কিম ২০১৮-র নিয়মে সংশোধন এনে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনারকে (Kolkata Municipal Commissioner) আবেদন গ্রহণ, প্রক্রিয়া সম্পন্ন ও অনুমোদনের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
এতদিন পর্যন্ত এই ভাতা ও পেনশন সংক্রান্ত দায়িত্ব ছিল সমাজকল্যাণ দফতরের অধীন সংশ্লিষ্ট আধিকারিকদের হাতে। প্রস্তাবিত পরিবর্তন অনুমোদন পেলে এবার থেকে কলকাতা পুরসভার বাসিন্দারা আরও দ্রুততার সঙ্গে এই পরিষেবার সুবিধা পেতে পারেন বলে আশা করছে সরকার।
আরও পড়ুন-বেকারত্ব দূরীকরণে বাংলার প্রভূত সাফল্য, জাতীয় স্তরে স্বীকৃত
প্রশাসনের মতে, এই পরিবর্তনের ফলে আবেদনপত্রের প্রাথমিক যাচাই, নথিপত্র মূল্যায়ন এবং চূড়ান্ত অনুমোদন এক ছাতার তলায় এসে যাওয়ায় সময় ও প্রক্রিয়া—দুটোই হবে আরও স্বচ্ছ ও দ্রুত। নাগরিক পরিষেবার আরও ডিজিটাল ও স্থানীয়কেন্দ্রিক রূপ দেওয়ার দিকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।