পর্ষদ সূত্রে খবর, প্রাথমিকের টেটের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে আগামিকাল। বৃহস্পতিবার পর্ষদের তরফে ফল ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে৷ বৃহস্পতিবার রাতেই চূড়ান্ত উত্তরপত্র আপলোড করতে পারে শিক্ষা পর্ষদ৷
আরও পড়ুন-১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র, বাংলার উন্নয়নের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত গত ১১ ডিসেম্বর প্রাথমিকের টেটের পরীক্ষা হয়েছিল৷ প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী সেদিন পরীক্ষা দিয়েছিল। মডেল উত্তরপত্র প্রকাশ করে পরীক্ষার্থীদের থেকেও মতামত নিয়েছে পর্ষদ। পরীক্ষা নেওয়ার প্রায় ৫৮ দিনের মাথায় পর্ষদ ফল প্রকাশ করতে চলেছে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন-হাহাকার-আর্তনাদ: ভূকম্প-বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ায় মৃত্যু বেড়ে ১৬ হাজার
প্রাথমিকে টেট নিয়ে বিতর্ক তুঙ্গে তবু পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে এ বারের প্রাথমিকের টেট স্বচ্ছ্ব হয়েছে ৷ কোনও রকম অভিযোগ আসেনি কোথাও থেকেই। নির্বিঘ্নে হয়েছে পরীক্ষা৷