ফিরতি ডার্বি হচ্ছে না যুবভারতীতে, ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

কিন্তু সোমবার এক সাংবাদিক বৈঠকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দিলেন, গঙ্গাসাগর মেলার জন্য ওই ম্যাচে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।

Must read

প্রতিবেদন : আশঙ্কাই সত্যি হল। ১১ জানুয়ারি যুবভারতী ক্রীড়াঙ্গনে হওয়ার কথা ছিল মরশুমের ফিরতি কলকাতা ডার্বি। কিন্তু সোমবার এক সাংবাদিক বৈঠকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়ে দিলেন, গঙ্গাসাগর মেলার জন্য ওই ম্যাচে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ফলে ওই দিন যুবভারতীতে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ হচ্ছে না।

আরও পড়ুন-যশস্বীর আউট নিয়ে বিতর্ক, বেল নিয়ে খোঁচা স্টার্কেরও

ক্রীড়ামন্ত্রী এদিন জানিয়েছেন, ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। মেলার আয়োজন এবং পুর্ণ্যার্থীদের নিরাপত্তার জন্য ১৩ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। তাই ডার্বির জন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ক্রীড়ামন্ত্রী আরও জানিয়েছেন, এই বিষয়ে তাঁরা ২৫ দিন আগেই ডার্বির আয়োজক মোহনবাগানকে চিঠি দিয়েছেন। পাশাপাশি দিন দুয়েক আগে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও চিঠি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ১১ তারিখের ম্যাচ কলকাতা থেকে সরে অন্য কোনও ভেনুতে হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ ঠাসা সূচির জন্য ডার্বি পিছিয়ে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে এফএসডিএল। যুবভারতীর বিকল্প হিসাবে জামশেদপুর ও গুয়াহাটির নাম শোনা যাচ্ছে।
সন্তোষ ট্রফির ফাইনালে বাংলার সাফল্য নিয়ে এদিন নিউ সেক্রেটারিয়েটের ক্রীড়া দপ্তরে আইএফএর সভাপতি, সহ-সভাপতি ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ক্রীড়ামন্ত্রী। উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ সিনহা ও দপ্তরের অন্যান্য আধিকারিকরা। বাংলার কোচ সঞ্জয় সেন ও অধিনায়ক চাকু মান্ডির সঙ্গে ফোনে কথা বলে উৎসাহিত করেন ক্রীড়ামন্ত্রী। তাঁদের জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় পাশে আছেন। একই সঙ্গে সন্তোষ ট্রফির ফাইনালে বাংলার সাফল্যও কামনা করেন।

Latest article