প্রতিবেদন : দ্রুত ও স্বচ্ছ ভাবে আবাস যোজনার কাজ শেষ করতে ফের একগুচ্ছ গাইডলাইন বেঁধে দিল নবান্ন। ইতিমধ্যেই ওই নির্দেশিকা পাঠানো হয়েছে জেলায় জেলায়। নির্দেশ, তিন মাসের মধ্যে শেষ করতে হবে ১১ লক্ষ ২৩ হাজারের বেশি বাড়ি তৈরির কাজ। জানা গিয়েছে, সম্প্রতি রাজ্য সরকারের পঞ্চায়েত দফতর আবাস যোজনা নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিল। সেখানেই এমন নির্দেশ দেওয়া হয়েছে। ওই গাইডলাইনে উল্লেখ রয়েছে, কখন কীভাবে আবাস মেলার আয়োজন করতে হবে, কী করে প্রতিটি বাড়িকে জিও ট্যাগিং করতে হবে, কী করে ইটভাটা থেকে ইট সংগ্রহ করে শৌচালয় করতে হবে— তা নিয়ে।
আরও পড়ুন-হাসপাতালে বাড়তি শয্যা
বিশেষ জোর দিয়ে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করার জন্য। সেই সঙ্গে থাকছে ‘মুচলেকা’ নিয়ম। মানে, বাড়ি প্রাপককে লিখিত ভাবে একটি বয়ানে সই করতে হবে। সেখানে উল্লেখ থাকবে সরকারি নির্দেশ ও নকশামতো ৯০ দিনের মধ্যে তৈরি করতে হবে বাড়ি। মানতে হবে সমস্ত নির্দেশিকা। জানা যাচ্ছে, প্রতি সপ্তাহে সমস্ত কাজ বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এরপরে আবাস বন্ধুরা খতিয়ে দেখবেন কাজের অগ্রগতি-পরিস্থিতি। সেই রিপোর্ট যাবে পঞ্চায়েত দফতরে। সব কাজ ঠিকভাবে হলে নবান্ন থেকে পুরস্কার দেওয়া হবে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক লেভেল আধিকারিকদের।