রামনবমী(RamNavami) অনুষ্ঠান ঘিরে হাওড়ায়(Howrah) অশান্তির পর উত্তপ্ত রিষড়া(Rishra)। এই নিয়ে বাম ও বিজেপিকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamara Banerjee)। মঙ্গলবার দিঘায় প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন ‘বাংলার মানুষ কখনও দাঙ্গা করে না। দাঙ্গা বাংলার সংস্কৃতি নয়। বিজেপি বাইরে থেকে লোক এনে দাঙ্গা করাচ্ছে। এটা দাঙ্গা নয় ক্রিমিনাল ভায়োলেন্স। রাম কোনও দিন বলেছে আমার নামে দাঙ্গা করো। যেটা সিপিএম করত। সিপিএমের ৩৪ বছরের অত্যাচার আমরা ভুলিনি।’ মুখ্যমন্ত্রী বলেন, “দাঙ্গাবাজদের রেহাই নেই, আগামী দিন বড়ই ভয়ঙ্কর। দিল্লি আপনাদের রক্ষা করতে পারবে না।”
আরও পড়ুন-অরুণাচল প্রদেশের ১১টি জায়গার নয়া নামকরণ চিনের, মোক্ষম জবাব দিল ভারতও
রামনবমীর সভাযাত্রায় বন্দুকহাতে যে যুবককে দেখা গিয়েছিল সম্প্রতি বিহার থেকে তাঁকে গ্রেফতার করেছে রাজ্যপুলিশ। এই ঘটনা তুলে ধরে মমতা এদিন বলেন, “বাংলায় দাঙ্গা করাতে টাকা দিয়ে বিহার থেকে গুন্ডা আনা হচ্ছে। আমরা সভাযাত্রা করতে কাউকে বাধা দেইনি। কিন্তু বুল্ডোজার, ট্রাক্টর, বন্দুক নিয়ে এটা কেমন রামনবমীর মিছিল? পুলিশের অনুমতি ছাড়া মিছিলের রুট চেঞ্জ করে ঘরবাড়ি জ্বালিয়ে দিল, দোকান পুড়িয়ে দিল। যে সব সম্পত্তি নষ্ট করা হয়েছে আমরা তার ক্ষতিপূরণ দেব।” এরপরই বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, ” হাওড়ার পর ওরা চলে গেল রিষড়ায়, মিটিং করে ইশারা করছে যাও এবার কাজ কর। হিন্দুদের বদনাম করছে এরা। এরা হিন্দু নয়, খ্রিস্টান নয় এরা বিজেপির গুন্ডা। বন্দুকধারি বক ধার্মিক এরা, বন্দুক ধরে সব ধংস করে দিচ্ছে। এত পুজো অনুষ্ঠান হয় বাংলায় কথাও কোনও সমস্যা নেই, এই বক ধার্কিমগুলো সব অশান্ত করছে। রামের নামে বদনাম করছে। আমিও হিন্দু। কিন্তু আমি শান্তির হিন্দু। স্বামী বিবেকানন্দের হিন্দু। এরা কারা? ভাবছে মমতাকে হারানো যাচ্ছে না তাই চরিত্র হনন করতে হবে।”
আরও পড়ুন-শান্তি প্রতিষ্ঠা হবে, রিষড়ায় জানালেন রাজ্যপাল
এরপরই কড়া সুরে হুঁশিয়ারি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “দাঙ্গাবাজদের রেহাই নেই, ছেড়ে কথা বলব না আমরা। যারা দাঙ্গা করছে আমি নজর রাখছি আগামী দিন বড়ই ভয়ঙ্কর, দিল্লি আপনাদের রক্ষা করতে পারবে না।” পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন, “নতুন নিয়মে সম্পত্তি নষ্ট করলে যে করবে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হবে। এবং ক্ষতিগ্রস্তকে তা দেওয়া হবে।” বিহারে এক বিজেপি নেতার বক্তব্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা বলছে ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের ঝুলিয়ে পেটাবো ওরা। সত্যি করবেন? দাঙ্গা তো করছে বজরং দল তাদের পেটান। নিজের ঘর থেকে শুরু করুন। আসলে এরা চোরকে চুরি করতে বলে আর গৃহস্থকে সজাগ থাকতে বলে।”