প্রতিবেদন : নয়া রাজনৈতিক সমীকরণের পথে বাংলাদেশ? ইঙ্গিত তেমনই। বিএনপি অথবা জামাত, হেফাজতের মতো কট্টর মৌলবাদী দলগুলিকে একঘরে করে দিয়ে এক নতুন সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে বাংলাদেশে। নানা প্ররোচনামূলক মন্তব্য করে ভারত বিরোধিতায় এই শক্তি টেক্কা দিতে চাইছে অন্য মৌলবাদী দলগুলিকে। এই নয়া ভারতবিরোধী শক্তির মাথায় যারা বসে আছে তাদের না আছে কোনও রাজনৈতিক অতীত, না আছে কোনও দলীয় পরিচিতি বা রাজনৈতিক অভিভাবক। কিন্তু এদের দাপাদাপিতে প্রমাদ গুনছে বিএনপি, জামাতের মতো দলও। ক্ষমতালোভী মহম্মদ ইউনুস নিজের স্বার্থে এবং উচ্চাকাঙ্ক্ষা পূরণের তাগিদে এদের প্রশ্রয় দিচ্ছেন। অন্যদিকে নয়া শক্তিকে রুখতে বিএনপি-জামাত যে শুধু নিজেদের মধ্যে দূরত্ব দ্রুত মুছে ফেলতে মরিয়া হয়ে উঠেছে তাই নয়, অবিশ্বাস্য হলেও সত্যি, তলায় তলায় যোগাযোগ করছে শেখ হাসিনার আওয়ামি লিগের সঙ্গেও।
আরও পড়ুন-ফুটবলে ফের ভারতসেরা বাংলা
লক্ষণীয়, নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার পরে মহম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশে, তা প্রথমদিকে সম্পূর্ণ জামাতের কথাতেই ওঠবস করছিল। তাই নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতৃত্ব। তাদের অভিযোগ ছিল, জামাতের থেকে অনেক বড় দল হয়েও ইউনুসের উপেক্ষার শিকার হচ্ছে তারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর জামাতকে সরাসরি কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, নির্বাচনে যাদের একটা আসনও জেতার ক্ষমতা নেই তাদের কথায় কেন চলবে অন্তর্বর্তী সরকার? জামাত-বিএনপির সংঘর্ষেরও সাক্ষী হয়েছে হাসিনা-উত্তর বাংলাদেশ। কিন্তু আচমকাই মোড় নিয়েছে রাজনৈতিক সমীকরণ।
জামাতের অভিযোগ, হিজবুত তাহরীর মাহফুজ আলমের পরামর্শ মেনে চলছেন ইউনুস। উপদেষ্টা সারজিশ আলমকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন তিনি। আর গুরুত্ব কমছে জামাতের। সেই কারণেই জামাত নেতারা এবার ইউনুসের নির্বাচন নিয়ে টালবাহানার বিরুদ্ধে সরব হয়েছেন। ইউনুস যে ক্ষমতা ধরে রাখতে নতুন দল গঠনে তৎপর তা মনে করে খালেদা জিয়ার পার্টি। আজ সকলের কাছে এটা পরিষ্কার, ইউনুসের মদতেই চালচুলোহীন সারজিশ আলমের মতো উপদেষ্টা নেতৃত্ব দিচ্ছেন নয়া মৌলবাদী শক্তির। তাই এবার অস্তিত্বরক্ষার তাগিদেই এদের রুখতে কোমর বেঁধে নেমে পড়েছে জামাত-বিএনপি। তলায় তলায় সমর্থন চাইছে লিগ সমর্থকদেরও।