বর্ষায় ভাঙছে রাস্তা, দুর্ঘটনায় লাগাম টানাই লক্ষ্য, দ্রুত রাস্তা সংস্কারে উদ্যোগী রাজ্য

পথ দুর্ঘটনায় লাগাম টানতে রাস্তা সংস্কারে উদ্যোগী হল রাজ্য সরকার। বর্ষার বৃষ্টির জেরে অনেক রাস্তারই বেহাল অবস্থা।

Must read

প্রতিবেদন : পথ দুর্ঘটনায় লাগাম টানতে রাস্তা সংস্কারে উদ্যোগী হল রাজ্য সরকার। বর্ষার বৃষ্টির জেরে অনেক রাস্তারই বেহাল অবস্থা। সেই বেহাল রাস্তাঘাট যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির পরিকল্পনা করেছে রাজ্যের পূর্ত দফতর। সব জেলায় রাস্তা মেরামতি শুরু করতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-মূল্যবোধ, দেশপ্রেম জাগাতে একাদশে স্বামীজির ভাষণ

রাজ্যের বিভিন্ন এলাকায় রাস্তার হাল হকিকত পর্যালোচনা করতে পূর্ত কর্তারা বুধবার জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন। বর্ষার মরসুমে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, ভিআইপি রোড-সহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল অবস্থা। যান চলাচল স্বাভাবিক করতে এবং গতি বাড়াতে পূর্ত দফতরের অধীনে থাকা রাস্তাগুলি মেরামতি জরুরি বলে ওই পর্যোলোচনায় উঠে এসেছে। তাই তড়িঘড়ি ওই রাস্তা মেরামতির কাজ শুরু করতে পূর্ত দফতর নির্দেশ দিয়েছে। এদিন রাত থেকেই ভিআইপি রোড-সহ একাধিক জায়গায় রাস্তা মেরামতির কাজ শুরু হবে বলে পূর্ত দফতর সূত্রে জানা গেছে। রাস্তা মেরামতি এবং রাস্তার রক্ষণাবেক্ষণ নিয়ে রাজ্য সরকার বরাবরই সচেষ্ট। এই বেহাল অবস্থা শোনার পর আরও সচেষ্ট হয়ে উঠে সংস্কারের পরিকল্পনা করছে। শুধু কলকাতা বা শহরতলিই নয়, জেলায় জেলায় গুরুত্বপূর্ণ রাস্তাগুলিরও বেহাল দশা। তা নিয়ে অভিযোগ জমা পড়েছে খোদ মুখ্যমন্ত্রীর দফতরে। তাই এবার রাস্তা ধরে ধরে প্যাচওয়ার্ক শুরু করা হচ্ছে। বর্ষায় যাতে দুর্ঘটনা এড়ানো যায়, তাই তড়িঘড়ি কাজ শুরুর পরিকল্পনা। রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ জারির পর জেলা প্রশাসন কাজে নেমে পড়েছে। অবিলম্বে রাস্তা সংস্কারে উদ্যোগী সংশ্লিষ্ট দফতর।

Latest article