মুম্বইতে উদ্ধার হল বাঙালি অভিনেত্রীর পচাগলা ঝুলন্ত দেহ

জানা গিয়েছে, মুম্বইতে বন্ধ ফ্ল্যাট থেকে পুলিশ উদ্ধার করেছে অভিনেত্রী নূর মালবিকা দাসের পচাগলা ঝুলন্ত দেহ। মৃত্যুকালে বয়স ছিল ৩৭।

Must read

‘সিসকিয়ান’, ‘ওয়াকম্যান’, ‘তিখি চাটনি’ ‘চার্মসুখ’, ‘জাগন্য উপয়া’, ‘দেখি উন্দেখি’, ‘ব্যাকরোড হাস্টল’-এর মতো ছবি করেছেন বাঙালি অভিনেত্রী নূর মালবিকা দাস (Noor Malbika Das)। সম্প্রতি ডিজনি প্লাস হটস্টারের ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’-এ বেশ জমিয়ে অভিনয় করছিলেন তিনি। এই সিরিজে যিশু সেনগুপ্ত, কাজলের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি।

আরও পড়ুন-দায়িত্ব বণ্টনের শুরুতেই হোঁচট, রাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করলেন না এনসিপি গোষ্ঠী

জানা গিয়েছে, মুম্বইতে বন্ধ ফ্ল্যাট থেকে পুলিশ উদ্ধার করেছে অভিনেত্রী নূর মালবিকা দাসের পচাগলা ঝুলন্ত দেহ। মৃত্যুকালে বয়স ছিল ৩৭। প্রাথমিকভাবে, মুম্বই পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী হয়েছেন অসমের এই বাঙালি অভিনেত্রী। অন্ধেরির ওশিওয়াড়াতে নিজের ফ্ল্যাট থেকে মালবিকার পচাগলা দেহ উদ্ধার করা হয়েছে। বাড়ির সিলিং ফ্যান থেকে ঝুলছিল দেহ। প্রতিবেশিরা বন্ধ বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। তালা ভেঙে অভিনেত্রীর অর্ধেক গলা দেহ উদ্ধার করে পুলিশ। গুরুগ্রামের সিদ্ধার্থ হাসপাতালে দেহের ময়নাতদন্ত হয়ে গেলেও রিপোর্ট পাওয়া যায়নি এখনও।

আরও পড়ুন-প্রবল বৃষ্টিতে ধস সিকিমে! মৃত একাধিক, নিখোঁজ বহু

ইতিমধ্যেই টেলি সিনে ওয়ার্কার্স অ্যাশোসিয়েশনের তরফে মালবিকার মৃত্যুর পূর্ণ তদন্তের দাবি জানানো হয়েছে। ডিপ্রেশনের কারণে এমন এক সিদ্ধান্ত না মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও কারণ সেটা খতিয়ে দেখছে পুলিশ। বাড়ি থেকে তাঁর মোবাইল ফোন, ডায়েরি এবং কিছু ওষুধ উদ্ধার করেছে পুলিশ। ৫ দিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের শেষ পোস্টটি করেছেন অভিনেত্রী মালবিকা। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তবে তারা কেউ তাঁর দেহ নিতে আসেনি। অবশেষে মুম্বই পুলিশ একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে রবিবার তাঁর দেহ দাহ করে।

Latest article