প্রতিবেদন : দেশ-বিদেশের অসংখ্য তারকার মাঝে রাজ্যপাল (CV Ananda Bose- KIFF) ফের বাংলার প্রশংসায় পঞ্চমুখ। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে পৃথিবীর সেরা চলচ্চিত্র উৎসবের আখ্যা দিয়ে রাজ্যপাল বলেন, কেআইএফএফ হল ‘দ্য রয়্যাল বেঙ্গল টাইগার।’ হাততালির ঝড় উঠল গোটা ইন্ডোর স্টেডিয়াম জুড়ে। চলচ্চিত্র উৎসবে রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose- KIFF) ছিলেন প্রথম বক্তা। প্রথমেই মুখ্যমন্ত্রীর প্রশংসা করে রাজ্যপাল বলেন, উনি হলেন কাব্যিক ও শৈল্পিক মনের মানুষ। জঙ্গলে যেমন সেরা পশু দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, তেমন চলচ্চিত্র উৎসব জগতে কেআইএফএফ হল উৎসবের সেরা। এক সময় এই শহরের গন্ধ মেখে দীর্ঘদিন কাটিয়েছিলেন কলকাতায়। সেই স্মৃতি যেন এদিন তাড়া করছিল রাজ্যপালকে। বাংলার কৃষ্টি-সংস্কৃতির কথা বলছিলেন। সঙ্গে তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র ইতিহাসের কথা। রাজ্যপাল বলেন, এই চলচ্চিত্র উৎসব তারকাদের জন্য নয়, সাধারণের জন্য। সাধারণ মানুষই হলেন আসল স্টার। স্টাররা আসবেন, যাবেন কিন্তু সাধারণ মানুষ থেকে যাবেন। এরপরই রাজ্যপাল শাহরুখ খানের ছবির ডায়ালগ বলে দর্শক মাতান। বলেন, ডোন্ট আন্ডারস্টেমিট দ্য পাওয়ার অফ কমন ম্যান। রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম চলচ্চিত্র উৎসব। ঠাসা ইন্ডোরে তারকাখচিত চলচ্চিত্র উৎসবের সন্ধ্যা তাড়িয়ে তাড়িয়ে অনুভব সিভি আনন্দ বোস। ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অতীতের সব রেকর্ড ভেঙে দিল বৃহস্পতিবারের তারকা সমাবেশে। দর্শকও সবটাই উপভোগ করেছেন। উপভোগ করেছেন প্রত্যেকটি মুহূর্তে। বহুবার দেখা ‘অভিমান’ দেখে ফেরার পথে সকলের চোখে-মুখে ছিল তৃপ্তির ছোঁয়া।
আরও পড়ুন-ফ্ল্যাট দখল করে হুমকি! বিচারপতি মান্থার বিরুদ্ধে আদালতে ব্যবসায়ী