গণতন্ত্রের শাসন এবার ফিরল পাহাড়ে

Must read

রিতিশা সরকার, দার্জিলিং : গণতন্ত্রের অনুশাসনে ফিরল পাহাড়। দার্জিলিং পুর নির্বাচন হল শান্তিপূর্ণ ভাবে। এই প্রথম পাহাড়ে ভোট হল শান্তভাবে। পাহাড়ের বাসিন্দারা এ নিয়ে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রবিবার সকাল থেকেই বুথে বুথে ছিল ভোটারদের লাইন। ৩২টি আসনের ভোট হল এদিন। এর মধ্যে ১০টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) চেয়ারম্যান তথা দার্জিলিং পুর নির্বাচনের অবজারভার অলোক চক্রবর্তী জানিয়েছেন, মানুষ ইতিমধ্যেই সাড়া দিয়েছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পক্ষে। নির্বাচনে অংশগ্রহণকারী সমস্ত দলের প্রতিনিধিরা জানিয়েছেন, প্রথমবার পাহাড়ে শান্তিপূর্ণ ভোট হল। তবে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটে থাকলেও তা গুরুত্ব দিতে চাইছে না কোনও রাজনৈতিক দল। ১৫ নম্বর ওয়ার্ডের ভিতরে ক্যাম্পেন করে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে অনিত থাপার দল। ভোটাররাই তার প্রতিবাদ করেন।

Latest article