আমেরিকার সঙ্গে নিউ–স্টার্ট চুক্তি বাতিল করলেন রুশ প্রেসিডেন্ট

রাশিয়া এই চুক্তি ভঙ্গ করার কথা বলায় পরমাণু যুদ্ধের সম্ভাবনা আরও বাড়বে বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ

Must read

প্রতিবেদন : ২৪ ঘণ্টা আগে হঠাৎই ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার পুতিন বলেন, আমি এটা ঘোষণা করতে বাধ্য হচ্ছি যে, আমেরিকার সঙ্গে পরমাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি থেকে রাশিয়া সরে আসছে। মস্কো-ওয়াশিংটনের মধ্যে নিউ স্টার্ট-ই ছিল শেষ চুক্তি। এই ঘোষণায় অনেকেই মনে করছেন, রুশ প্রেসিডেন্ট এবার সরাসরি পরমাণু যুদ্ধের হুমকি দিলেন।

আরও পড়ুন-খতম হিজবুল প্রধান

পরমাণু অস্ত্র কমানোর লক্ষ্যেই আমেরিকা ও রাশিয়ার মধ্যে এই নিউ স্টার্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। রাশিয়া এই চুক্তি ভঙ্গ করার কথা বলায় পরমাণু যুদ্ধের সম্ভাবনা আরও বাড়বে বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ। ২০১০ সালে বারাক ওবামার আমলে মস্কো ওয়াশিংটনের মধ্যে নিউ স্টার্ট নামে ওই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির মেয়াদ ছিল ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু মেয়াদ ফুরানোর আগেই বাইডেন সরকারের বিদেশসচিব ব্লিঙ্কেন জানান, আমেরিকা এই চুক্তি আরও পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এবার একতরফাভাবে সেই চুক্তি ভেঙে বেরিয়ে আসার কথা জানিয়ে দিলেন পুতিন।

Latest article