প্রতিবেদন : আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার শুধুমাত্র পরিবেশবান্ধব বাজি বিক্রি ও মজুত করার জন্য বাজি বিক্রেতাদের অনুমতি দিয়েছে। রাজ্যে এ ধরনের দশ হাজার লাইসেন্স দেওয়া হবে। লাইসেন্স প্রাপকরা অনুমোদিত সংখ্যায় স্বীকৃত বাজি মজুত ও সরবরাহ করতে পারবেন। প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের দমকল দফতরের তরফে পরিবেশবান্ধব বাজি বিক্রিতে লাইসেন্স দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। সবুজ বাজি বিক্রি ও মজুত করার জন্য রাজ্যের জেলাশাসকরাই লাইসেন্স দিতে পারবেন।
আরও পড়ুন-নিঃসঙ্গ বৃদ্ধ দম্পতির পাশে মানবিক পুলিশ
পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশন বা পেসো ও নিরির ছাড়পত্র পেয়েছে এমন সবুজ বাজি বিক্রির জন্য লাইসেন্স দেওয়া হবে বলে জানা গিয়েছে। দীপাবলির আগে পরিবেশ দূষণ রুখতে সবুজ বাজি বিক্রিতে অনুমতি দেওয়ায় খুশি বাজি ব্যবসায়ীরা। সূত্র মারফত জানা গিয়েছে, সবুজ বাজি বিক্রি ও মজুত করার জন্য রাজ্যের জেলাশাসকরাই লাইসেন্স দিতে পারবেন। পেট্রোলিয়াম অ্যান্ড এক্সক্লুসিভ সেফটি অর্গানাইজেশন (পেসো) ও নিরির ছাড়পত্র পেয়েছে এমন সবুজ বাজি বিক্রির জন্য লাইসেন্স দেওয়া হবে বলে জানা গিয়েছে। গোটা রাজ্যে প্রায় দশ হাজার লাইসেন্স দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন-বিমার আওতায় ১৫ লক্ষ মৎস্যজীবী
রাজ্যের দমকল দফতরের তরফে এই মর্মে সব জেলাকে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই নির্দেশিকা অনুযায়ী পরিবেশবান্ধব বাজির বাক্স ও গায়ে লোগো ও কিউআর কোড থাকতে হবে। দীপাবলিতে যাতে পরিবেশ বান্ধব সবুজ বাজি বিক্রি ও ব্যবহার হয় সেই বিষয়ে রাজ্য পুলিশের সঙ্গে দুই কেন্দ্রীয় প্রতিষ্ঠানও নজরদারি চালাবে বলে গত সপ্তাহে নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানায়, কলকাতার বাজি বাজারে যাতে শুধু পরিবেশ বান্ধব সবুজ বাজি বিক্রি হয়, তা নিশ্চিত করতে হবে পুলিশকে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…