প্রতিবেদন : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল সমাজবাদী পার্টি। সোমবার প্রকাশিত প্রার্থী তালিকায় রয়েছে ১৫৯ জনের নাম। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন অখিলেশ ও তাঁর কাকা শিবপাল যাদব। রয়েছে বিতর্কিত নেতা আজম খানের নামও।
আরও পড়ুন-প্রবেশ নিষেধ
প্রকাশিত প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে, প্রত্যাশামতোই অখিলেশ লড়বেন কারহাল বিধানসভা কেন্দ্র থেকে। কাকা শিবপাল যাদব লড়াই করবেন যশবন্তনগর বিধানসভা কেন্দ্রে। রামপুর কেন্দ্র আজম খান এবং কৈরানা কেন্দ্রে নাহিদ হাসানকে টিকিট দেওয়া হয়েছে। সম্প্রতি সপায় যোগ দেওয়ার বেশ কয়েকজনের নামও রয়েছে প্রথম দফার প্রার্থী তালিকায়। যার মধ্যে রয়েছে বিএসপি থেকে আসা দাদ্দু প্রসাদ, কংগ্রেস থেকে আসা সুপ্রিয়া অরুণ এবং বিজেপি থেকে আসা ব্রিজেন্দ্র প্রজাপতি। কয়েকদিনের মধ্যেই বাকি কেন্দ্রগুলির প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে সপার পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন-ডায়মন্ড হারবারে রেকর্ড , কোভিডের পজিটিভিটি হার কমে ১ শতাংশের নিচে
সপার এদিনের প্রার্থী তালিকায় চমক বলতে শিবপাল যাদবের নাম। কারণ কিছুদিন আগেই ভাইপো অখিলেশের সঙ্গে বিতর্কে জড়িয়ে ছিলেন কাকা। শেষপর্যন্ত কাকা ও ভাইপোর বিরোধের যে অবসান হয়েছে শিবপালকে টিকিট দেওয়া তারই প্রমাণ। তবে বৃদ্ধ বয়সে খুব একটা শান্তিতে নেই সপার প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। গত সপ্তাহে তাঁর ছোট ছেলের স্ত্রী অপর্ণা যাদব এবং মুলায়মের শ্যালক বিজেপিতে যোগ দিয়েছেন। এদিন দলের প্রার্থী তালিকা প্রকাশ অনুষ্ঠানে অখিলেশ সরাসরি জনমত সমীক্ষাকে উড়িয়ে দিয়েছেন। ওপিনিয়ন পোল নয়, ‘আফিম পোল’ বলে তীব্র কটাক্ষ করেছেন।