বেনজির এক ঘটনা। গণনার শেষে লটারিতে ভাগ্য নির্ধারণ হয়ে গেল তৃণমূল কংগ্রেস প্রার্থীর। আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডের ভোট গণনার শেষে দেখা যায় তৃণমূল ও বাম প্রার্থী দুজনেই একই সংখ্যক ভোট পেয়েছেন। টস করে ঠিক জয়ী প্রার্থী নির্ধারিত করা হবে বলে সিদ্ধান্ত হয়। টস করেন সেখানে ভোটকর্মীরা। জেতেন তৃণমূল প্রার্থী আশা প্রসাদ (Asha Prasad)।
আরও পড়ুন-বিরোধীদের অনেক পিছনে ফেলে ৪ পুরভোটে জয়ী তৃণমূল কংগ্রেস
সোমবার, ভোট গণনার শেষে দেখা যায় আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী আশা প্রসাদ ও সিপিএম প্রার্থী (CPIM Candidate) তনুশ্রী রায় (Tanushree Ray) দুজনেই সমান সংখ্যক ভোট পেয়েছেন। ঠিক হয় লটারিতে হবে ভাগ্য নির্ধারণ। অবশেষে লটারি করে জয়ী হয় তৃণমূল (TMC)। আসানসোল পুরবোর্ড এমনতেই গিয়েছে তৃণমূলের দখলে। ভোটের ফল ঘোষণার পর দেখা যায়, আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও সিপিএম প্রার্থী উভয়ই একই ভোট পেয়েছেন। ২০৫৮ ভোট প্রাপ্তি দুজনের। দুপুর দুটোয় লটারি হয়। বেলা আড়াই নাগাদ লটারিতে জয়ী হয় তৃণমূল। আরও একটা আসন বাড়ল জোড়াফুল শিবির।