সংবাদদাতা, আলিপুরদুয়ার : চা-বাগানে শ্রমিক সংগঠনের একটিই ইউনিট। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই বিষয় ময়দানে নামেন। জেলার ৬৭টি বাগানে এই মুহূর্তে চলছে আইএনটিটিইউসি অনুমোদিত একটি মাত্র শ্রমিক সংগঠনের ইউনিট তৈরির কাজ।
আরও পড়ুন – কাজ না করেই বেতন, ধরে ফেললেন মেয়র পারিষদ, বাম আমলে নিয়োগে দুর্নীতি
জেলা তৃণমূলের (Trinamool Congress) সভাপতি প্রকাশ চিক বাড়াইক ও জেলা আইএনটিটিইউসি’র সভাপতি বিনোদ মিনজ বাকি নেতৃত্বদের নিয়ে কাজে নেমে পড়েন চা-বাগান শ্রমিক সংগঠনকে মজবুত করতে। এই বিষয়ে জেলা আইএনটিটিইউসি-র সভাপতি বিনোদ মিনজ বলেন, শ্রমিক সংগঠনের অনুমোদন প্রাপ্ত একটি করে ইউনিট তৈরির কাজ চলছে জেলার ৬৭ চা-বাগানেই। আমাদের লক্ষ্য আগামী পঞ্চায়েত ও লোকসভা ভোটে চা-বলয়ের ভোট যেন পুরোটাই তৃণমূলের বাক্সে পড়ে তা সুনিশ্চিত করা।’’