হেলিকপ্টারে সমস্যায় পিছল মুখ্যমন্ত্রীর পদযাত্রা ও সভার সময়। অপরিকল্পিতভাবে চালু করা নির্বাচন কমিশনের (ECI) স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) আতঙ্কে রাজ্যে বাড়ছে মৃত্যু, প্রতিবাদে মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে সভা ও পরে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রার কর্মসূচি রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ১ থেকে সভা শুরু কথা থাকলেও চপার বিভ্রাটে সেই সময় পিছিয়ে ৩টে করা হয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর যে হেলিকপ্টারে বনগাঁ যাওয়ার কথা ছিল, সেটিতে বিমা সংক্রান্ত একটি সমস্যা দেখা যাওয়ায় সড়কপথেই বনগাঁ রওনা দিয়েছেন তিনি। সড়কপথে পৌঁছোতে বেশি সময় লাগবে। সে কারণেই তৃণমূল সুপ্রিমোর (CM Mamata Banerjee) সভা এবং পদযাত্রার সময়ও পিছতে হয়েছে। তৃণমূল সূত্রে খবর, দুপুর ১টার পরিবর্তে মুখ্যমন্ত্রীর সভা শুরু হবে বেলা ৩টেয়।
আরও পড়ুন-সরকারের উদ্দেশে চিঠি দিয়ে অভিযান বন্ধ রাখার আবেদন মাওবাদী নেতৃত্বের
অপরিকল্পিতভাবে চালু করা নির্বাচন কমিশনের (ECI) স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) আতঙ্কে রাজ্যে বাড়ছে মৃত্যু- প্রতিবাদে সরব তৃণমূল সুপ্রিমো। এদিন মতুয়াগড়ে পদযাত্রা ও প্রতিবাদ সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী।
এসআইআর নিয়ে উদ্বাস্তু মতুয়ারা এখন আতঙ্কিত। তাঁদের পাশে থাকার বার্তা দিতেই মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি বলে জানিয়েছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। তবে, মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঠাকুরবাড়ি যাবেন কি না তা স্পষ্ট নয়। ত্রিকোণ পার্ক এলাকায় জনসভা করে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার হাঁটবেন তৃণমূল নেত্রী। মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

