কমিটি নয়, প্রশাসক দিয়েই চলবে স্কুল

সেই অনুযায়ী প্রশাসক নিয়োগ করবে মধ্যশিক্ষা পর্ষদ। এই নবনিযুক্ত প্রশাসকরাই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করবেন।

Must read

প্রতিবেদন : মেয়াদ উত্তীর্ণ পরিচালন কমিটির ভূমিকা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এই পরিচালন কমিটিতেই প্রয়োজনে বদল আনা হবে বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরপরেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, যে সমস্ত স্কুলে ২০২২ সালে পরিচালন কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেখানে নতুন করে এখন পরিচালন কমিটি গঠন করা হবে না। বরং প্রশাসক বসিয়ে কাজ চালানো হবে। এছাড়াও কিছু স্কুলে পরিচালন কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। সেক্ষেত্রেও ওই কমিটি ভেঙে দিয়ে প্রশাসক বসিয়ে আপাতত চলবে কাজ। আবার যেসব স্কুলের পরিচালন সমিতির মামলা বিচারাধীন রয়েছে সেখানেও মামলার নিষ্পত্তি হওয়ার পরেই পরিচালন সমিতি নতুন করে গঠন করা হবে। ইতিমধ্যেই এই নিয়ে সমস্ত জেলার স্কুল পরিদর্শকদের চিঠি পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ডিসেম্বর মাসে অনেক সমিতির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কোথাও কোনও সদস্য মারা গিয়েছেন, কেউ আবার আর কাজ করতে চান না। তাঁদের ক্ষেত্রে পরিচালন সমিতিতে বদল আনা হবে। যেসব সমিতির সদস্যরা থেকে যেতে চান, তাঁদের রেখে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন-লক্ষ্মণের হাসপাতাল ও বাড়িতে ইডি হানা

ডিআইদের নির্দেশ দিয়ে পর্ষদ বলেছে, দশদিনের মধ্যে স্কুলগুলিতে পর্যবেক্ষণ করে পর্ষদকে রিপোর্ট দিতে হবে। সেই অনুযায়ী প্রশাসক নিয়োগ করবে মধ্যশিক্ষা পর্ষদ। এই নবনিযুক্ত প্রশাসকরাই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করবেন।

Latest article