সংবাদদাতা, পুরুলিয়া : খুনির হদিশ এখনও পাওয়া যায়নি। কিন্তু ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনার কিনারা করতে তদন্তে গতি এনেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরও কয়েকজনকে। মৃত কাউন্সিলরের ভাইপো মিঠুন কান্দুকেও সোমবার জিঞ্জাসাবাদ করা হয়। তবে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে মুখ খুলতে চায়নি পুলিশ। জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগন অবশ্য শীঘ্র খুনি ধরা পড়বে বলে আশাবাদী।
আরও পড়ুন-সম্পদ ব্যবহার করেই উন্নয়নে জেলা পরিষদ
ঝালদাকাণ্ডে এখন যে বিষয়টি সবচেয়ে বেশি ভাবাচ্ছে পুলিশকে, তা হল খুনি ভাড়াটে, নাকি মৃতের কাছের লোক। মৃতর স্ত্রীর অভিযোগক্রমে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে নিহতের ভাইপো দীপক কান্দুকে। কিন্তু তার কাছ থেকে এযাবৎ কোনও ক্লু মেলেনি। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী হত্যাকারীর যে স্কেচ আঁকানো হয়েছে, তার সঙ্গেও দীপক কান্দুর মিল নেই। এমন হতে পারে অন্য কোনও শত্রুতায় আততায়ী হামলা চালিয়েছে। কোনও সম্ভাবনাই বাদ দেওয়া হচ্ছে না। জেলা পুলিশের এক কর্তা বলেন, আপাতত ওই লোকটিকে চাই। কিন্তু খুনি কোথায় তা জানা যায়নি। তার খোঁজে এবার ঝাড়খণ্ডেও যোগাযোগ রাখছে জেলা পুলিশ।