প্রতিবেদন : জানুয়ারি মাসেই শুরু হচ্ছে বিক্রমগড় ঝিলের দ্বিতীয় পর্যায়ের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ। এই কাজের জন্য নগরোন্নয়ন দফতর দ্বিতীয় দফায় আরও সাড়ে তিন কোটি টাকা বরাদ্দ করেছে। শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে বিক্রমগড় ঝিলের সংস্কারের প্রসঙ্গ উঠতেই মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, এই কাজের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোট ৮ কোটি টাকার অনুমোদন দিয়েছিলেন। তার মধ্যে প্রথম দফার কাজে খরচ হয়েছে দেড় কোটি টাকা। এখনও কিছু কাজ বাকি আছে। আগামী জানুয়ারি মাসেই কাজ শুরু হবে।
আরও পড়ুন-আজ মাদ্রাসার ফল
প্রসঙ্গত, ২০১৯-২০ সালে প্রথম পর্যায়ে বিক্রমগড় ঝিল পরিষ্কার করে চারপাশে জবরদখল রুখতে শালবল্লা বসানো হয়। কিন্তু তারপরই করোনা পরিস্থিতিতে কাজ বন্ধ হয়ে যায়। তারপর থেকে টেন্ডার জটিলতার জেরে কাজ আর শুরু হয়নি। ২০২১ সালের পুরসভা নির্বাচনে ৯৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস প্রচারে গিয়ে বিক্রমগড় ঝিল সংস্কারের কাজ ফের শুরু করার প্রতিশ্রুতি দেন। তারপর থেকে মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে বিভিন্ন মহলে দরবার করেন তিনি। এবার অবশেষে দ্বিতীয় দফার কাজ শুরু হওয়ায় মেয়র ফিরহাদ হাকিম ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কাউন্সিলর।