প্রতিবেদন: প্রস্তুতিপর্ব শেষ। প্রচারও শেষ। আজ শুক্রবার লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ভোট হবে গোটা দেশের মোট ৮৮টি লোকসভা কেন্দ্রে। তবে কথা ছিল, মোট ১৩ রাজ্যে ৮৯টি আসনে নির্বাচনের। কিন্তু ৯ এপ্রিল বহুজন সমাজ পার্টির প্রার্থী অশোক ভালভির মৃত্যু হওয়ায় নির্বাচন কমিশন মধ্যপ্রদেশের বেতুল আসনের নির্বাচন পিছিয়ে দিয়েছে। সেখানে ভোট হবে তৃতীয় পর্বে ৭ মে। দ্বিতীয় দফায় বাংলার ৩টি, অসমের ৫টি, বিহারের ৫টি, ছত্তিশগড়ের ৩টি, কর্নাটকের ১৪, কেরলের ২০, মধ্যপ্রদেশের ৬, মহারাষ্ট্রের ৮, মণিপুরের ১ ও রাজস্থানের ১৩টি আসনে ভোটগ্রহণ হবে।
আরও পড়ুন-বিজেপির বিরুদ্ধে ছাত্র-যুবদের ঝাঁপিয়ে পড়ার বার্তা নেতৃত্বের
এছাড়া ত্রিপুরার ১টি, উত্তরপ্রদেশের ৮টি এবং জম্মু ও কাশ্মীরের একটি আসনের ভোটাররা প্রয়োগ করবেন ভোটাধিকার। লক্ষণীয়, শুক্রবার দ্বিতীয় দফায় উল্লেখযোগ্য লোকসভা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট, বিহারের কিষাণগঞ্জ, অসমের শিলচর, ছত্তিশগড়ের কাঙ্কের, কর্নাটকের বেঙ্গালুরু মধ্য এবং বেঙ্গালুরু দক্ষিণ, কেরলের ওয়েনাড়, কোঝিকোড় এবং তিরুবনন্তপুরম, মধ্যপ্রদেশের দামোহ ও রেওয়া, মহারাষ্ট্রের আকোলা ও অমরাবতী, মণিপুরের আউটার মণিপুর, রাজস্থানের বারমের, কোটা, জালোর, আজমের, উত্তরপ্রদেশের মথুরা ও আলিগড় এবং জম্মু ও কাশ্মীরের জম্মু লোকসভা কেন্দ্র।