প্রতিবেদন : ১৬টি দেশের কুটনীতিকরা ঘুরে দেখলেন ভূস্বর্গের ভোট। এই প্রথম জম্মু-কাশ্মীরের ভোটের সাক্ষী হলেন বিদেশি প্রতিনিধিরা। নিরাপত্তাবাহিনী বিশেষ সজাগ থাকায় সন্ত্রাসবাদীরা ভোট বানচালের সে অর্থে কোনও সুযোগই পায়নি। বিকেল পর্যন্ত কোনও জায়গা থেকেই কোনও অশান্তির খবর আসেনি। বরং বুধবার দ্বিতীয় দফার নির্বাচনে কয়েকটি জায়গায় ভোটারদের, বিশেষ করে মহিলাদের উৎসাহ নজর কেড়েছে। জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের দ্বিতীয় দফায় ২৬ টি কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৫৪ শতাংশ। কড়া নিরাপত্তার মধ্যে, ভোট কেন্দ্রের বাইরে লোকজনের দীর্ঘ সারি দেখা গেছে। ভোটগ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবে।
আরও পড়ুন-এনকাউন্টারের গল্প মানল না বম্বে হাইকোর্ট
বুধবার দ্বিতীয় দফায় কাশ্মীর বিভাগের ১৫ টি এবং জম্মুর ১১ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। এদিন জম্মু-কাশ্মীরের দ্বিতীয় দফার ভোট দেখেছেন ১৬ দেশের কূটনীতিকেরা। দিল্লিতে বিভিন্ন দেশের দূতাবাসে নিযুক্ত কূটনীতিকদের ভোট দেখাতে কাশ্মীর উপত্যকায় নিয়ে গিয়েছেন বিদেশমন্ত্রকের কর্তারা। বুধবার শ্রীনগরসহ আশপাশের কয়েকটি কেন্দ্রের ভোট গ্রহণ কেমন হচ্ছে, তা দেখেন তাঁরা। উপত্যকায় ঘোরেন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, গায়ানা, দক্ষিণ কোরিয়া, পানামা, নরওয়ে, সিঙ্গাপুর, স্পেন, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, নাইজেরিয়া, সোমালিয়া, তানজানিয়া, আলজেরিয়া, রুয়ান্ডা প্রভৃতি দেশের কূটনীতিকেরা। শ্রীনগরে নেমে প্রথমেই কূটনীতিকেরা গিয়েছিলেন বদগাম কেন্দ্রে। সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এই প্রথম বিদেশি কূটনীতিকদের কাশ্মীরের ভোট দেখতে আমন্ত্রণ জানানো হলো। এর আগে কাশ্মীরের পরিস্থিতি দেখাতে বিদেশিদের নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ভোট দেখাতে কখনো ভারত সরকার বিদেশি কূটনীতিকদের কাশ্মীরে আমন্ত্রণ জানায়নি। বুধবার জম্মু-কাশ্মীর বিধানসভার দ্বিতীয় দফার ২৬ আসনের ভোট হয়েছে। এই আসনগুলোতে নির্ধারিত হবে এনসির ওমর আবদুল্লাহ, জম্মু-কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না, কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাররা, আপনি পার্টির সভাপতি আলতাফ বুখারির ভাগ্য। এই দফায় মোট প্রার্থীসংখ্যা ২৩৯।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…