সংবাদদাতা, রায়গঞ্জ : শহরকে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলতে নতুন উদ্যোগ নিল রায়গঞ্জ পুলিশ জেলা। পুরসভা ও পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা বজায় রাখতে শহরের বিভিন্ন প্রান্তে বসতে চলেছে পুলিশ কিয়স্ক। শনিবার রাতে রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি কিয়স্কের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করা হয়। ছিলেন রিপন বল, সৌরভ সেন, সন্দীপ বিশ্বাস, অরিন্দম সরকার প্রমুখ। রিপন বল জানান, শহরবাসীকে নিরাপত্তা দেওয়া পুলিশ প্রশাসনের নৈতিক দায়িত্ব।
আরও পড়ুন-থিয়েটার ফেস্টিভ্যালের উদ্বোধন, মুখ্যমন্ত্রীর উদ্যেগকে কুর্নিশ ব্রাত্যর
সেই জায়গা থেকেই পুলিশ সুপারের পরামর্শ অনুযায়ী এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জেলখানা মোড়, কসবা মোড়, সুভাষগঞ্জ সেতু সংলগ্ন স্থান ও পাওয়ার হাউস মোড় এই ৪টি জায়গা চিহ্নিত করা হয়েছে। যেখানে পুলিশ কিয়স্ক বসানো হবে। পুরসভা জায়গার ব্যবস্থা করলে কিয়ক্স নির্মাণ শুরু হবে। রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, শহরে আইনশৃঙ্খলা যেন আরও ভালভাবে বজায় থাকে সেজন্যেই এই উদ্যোগ। অর্থ অনুমোদন পেলেই কাজ শুরু হবে।