সেমিকন্ডাক্টর প্রকল্প দেশের নিরাপত্তায় বড় ভূমিকা নেবে! বার্তা মুখ্যমন্ত্রীর

Must read

প্রায় তিন বছরের প্রচেষ্টায় রাজ্যে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিনিয়োগ করেছে আমেরিকা। রাজ্যের প্রচেষ্টায় দ্রুত সেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এবার কেন্দ্রের সরকার স্বীকৃতি দিল কলকাতার এই উদ্যোগকে। বৃহস্পতিবার কেন্দ্র সরকারের সেই সোশ্যাল মিডিয়া পোস্টের উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এই সেমিকন্ডাক্টর (Semiconductor- Mamata Banerjee) প্রকল্প দেশের নিরাপত্তায় বড় ভূমিকা নিতে চলেছে।

সোশ্যাল মিডিয়া পোস্টে মুখ্যমন্ত্রী (Semiconductor- Mamata Banerjee) জানান, “ভারতের সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিবর্তনকে পথ দেখাবে কলকাতা! বাংলার সরকারের নিরসশ প্রচেষ্টা জারি রয়েছে নতুন প্রজন্মের প্রযুক্তি ও যন্ত্রপাতির বিনিয়োগকে রাজ্যে টানতে, যার ফলেই গুরুত্বপূর্ণ আমেরিকান বিনিয়োগের সুযোগ এসেছে যা রাজ্যের প্রতিভা ও ক্ষমতাকে তুলে ধরার কাজ করবে।”

কেন্দ্রের সরকারের পোস্ট উল্লেখ করে মুখ্যমন্ত্রী লেখেন, “আমাদের বিশ্ববাংলার স্বপ্নকে বাস্তবায়িত করে, এই সেমিকন্ডাক্টর ক্ষেত্র জাতীয় নিরাপত্তায় বিভিন্নভাবে একটি বিরাট আকর্ষণ হিসাবে উঠে আসবে। ভারত সরকারের একটি সাম্প্রতিক টুইটেও একই বক্তব্য প্রতিধ্বনিত হয়েছে। আমরা আমেরিকা সরকার ও তাঁদের কর্পোরেট জগতের প্রস্তাবের জন্য কৃতজ্ঞ। বাংলা আবার জগৎ সভায় নিজের স্থান করে নেবে।”

আরও পড়ুন- সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি, হবে বিপুল কর্মসংস্থানও

Latest article