একটি অনুষ্ঠানকে ঘিরে শুরু হয় অশান্তি। বচসা- হাতাহাতি তারপর রাস্তায় ৯ যুবককে কুপিয়ে খুন। নৃশংস হত্যালীলার পিছনে দায়ী ছিল একটা গোটা গ্রাম। মামলা দায়ের হয় ৭২ জনের বিরুদ্ধে। ৪৩ বছর আগের সিউড়ির এই ঘটনায় অবশেষে একযোগে দোষী সাব্যস্ত হলেন ১৩ জন।
আরও পড়ুন- গদ্দারকে চ্যালেঞ্জ কাকলির, অভিযুক্ত কাউন্সিলরকে বহিষ্কার করল তৃণমূল
১৯৮১ সালের ৮ অগস্ট তৎকালীন ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটগ্রাম থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মাড়গ্রাম থেকে আসেন ৯ যুবকের দল। একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝামেলা হওয়ায় তাঁদের উপর চড়াও হয় গোটা গ্রাম। প্রাণভয়ে লুকিয়ে থেকেও লাভ হয়নি। লঙ্কার গুঁড়ো ছড়িয়ে সেই বাড়িটি থেকে তাঁদের বের করে এনে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করা হয়। যুবকদের পরিবারের অভিযোগের ভিত্তিতে ৭২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়। নুর হোসেন, শাহজামাল শেখ, আলি হোসেন সহ ৯ যুবককে খুনের অভিযোগে যাঁরা কাঠগড়ায় উঠেছিলেন তাঁদের অনেকেই আজ নেই। কেউ কেউ আবার বার্ধক্য জনিত সমস্যায় ভুগছেন। আগামী সোমবার অভিযুক্তদের সাজা ঘোষণা।

