ঘোষিত হল সেট-এর সূচি

Must read

প্রতিবেদন : চলতি বছরের সেট (SET) পরীক্ষার দিন ঘোষণা করল কলেজ সার্ভিস কমিশন। এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এবছর স্টেট এলিজিবিলিটি টেস্ট বা সেট হবে ১৪ ডিসেম্বর। এটি ২৭তম পরীক্ষার আয়োজন করা হচ্ছে। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত পরীক্ষা হবে। কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হয়নি। যাঁরা স্নাতকোত্তর স্তরে ৫৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন তারা আবেদন করতে পারবে। বয়সের কোনও ঊর্ধ্বসীমা নেই। বাংলা, ইংরেজি, লাইব্রেরি সায়েন্স, ভৌতবিজ্ঞান-সহ আরও বিষয়ে দু’টি সেশনে দু’টি পেপারে পরীক্ষা হয়। প্রথম সেশনের পরীক্ষা এক ঘণ্টা এবং দ্বিতীয় সেশনের পরীক্ষার জন্য দু’ঘণ্টা সময় ধার্য করা হয়েছে। প্রথম পেপার ১০০ এবং দ্বিতীয় পেপার ২০০ নম্বরের হবে।

আরও পড়ুন- অনুশোচনায় দগ্ধ প্রসূন! ম্যাজিস্ট্রেটের সামনে অপরাধ কবুলের ইচ্ছেপ্রকাশ

Latest article