‘তলায় তলায় সেটিং পরিষ্কার!’ মানিকচক থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

মালদহের (Malda) মানিকচকের সভায় আজ বৃহস্পতিবার বেশ কিছু ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

মালদহের (Malda) মানিকচকের সভায় আজ বৃহস্পতিবার বেশ কিছু ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন তিনি স্পষ্ট করে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য মালদার ভূমিকা অনস্বীকার্য। মানুষ যাকে চাইবে, তাঁকেই পঞ্চায়েত ভোটে প্রার্থী করব। বিজেপির বৈমাত্রসূলভের আচরণের বিরুদ্ধে লড়তে হবে। কংগ্রেস বাংলার আটকে রাখা টাকা ছাড়তে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেনি।’

আরও পড়ুন-‘এখনকার ছেলে মেয়েদের জেদ বেশি’ অভিষেক প্রসঙ্গে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী

তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী দেখা করেননি।২০১৯ সালে খগেন মূর্মূ ও আবু হাসেম খান জিতেছিলেন মালদহ থেকে। একদিকে বিজেপি, আর একদিকে কংগ্রেস। এরা বাংলার জন্য কোনও কেন্দ্রীয় মন্ত্রীর প্রকল্প আনেনি। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল সামশেরগঞ্জ যাবে। নদী ভাঙ্গন দেখতে।’

আরও পড়ুন-‘কোনও বিশ্বাস নেই এঁদের উপর, তাই ভোটার লিস্টে নাম তোলার অনুরোধ করলাম’ এনআরসি নিয়ে সরব মুখ্যমন্ত্রী

অভিষেক এদিন বলেন, ‘আগামী দিনেও কাজের ব্যতিক্রম হবে না। চোখে দেখে সিদ্ধান্ত নিন। একা অভিষেক বন্দোপাধ্যায় রাস্তায় নামলে লাভ নেই। আসল কথা বলবে মানুষ। যখন ইচ্ছা বাংলার টাকা ছাড়ব আর আটকে রাখব তা হবে না৷ দিল্লির রিমোট কন্ট্রোলে বাংলা চলবে না।’

আরও পড়ুন-অরিজিৎ গ্রামের জন্য কিছু করতে চায়, কাগজপত্র জেলা প্রশাসনের কাছে দিয়ে দিয়েছি, পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে নিশানা করে এদিন বলেন, ‘প্রধানমন্ত্রী যদি ভাবেন, রিমোট কন্ট্রোলের সুইচ টিপলে টাকা ছাড়ব, আর আটকাব তাহলে তিনি জানেন না। খগেন মূর্মূর মতো লোকেরা পৈতৃক সম্পত্তি ভাবেন। অধীর চৌধুরী দিদির পুলিশ চান না, অমিত শাহের পুলিশ চান। তলায় তলায় সেটিং পরিষ্কার। খালি মিথ্যা প্রতিশ্রুতি আর ভাঁওতা। গত ১০ বছরে একটা বৈঠক বাংলার জন্য করেনি। বিজেপি মানুষের ভোটে নির্বাচিত হয়। আর তার পরেই চিঠি লিখে বলে মালদা-মুর্শিদাবাদের টাকা বন্ধ করে দেয়। কোভিডের ভ্যাক্সিন কোভিশিল্ড৷ আর বিজেপি এমন একটা ভাইরাস, যার ভ্যাক্সিন এর নাম তৃণমূল কংগ্রেস।’

 

Latest article