জাতীয়

দেশে সাতদফার ভোট শুরু আজ, লোকসভায় জনমত কোন দিকে, তার পরীক্ষা

প্রতিবেদন: দেশজুড়ে সাতদফার লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আজ। ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি লোকসভা আসনে শুক্রবার প্রথমদফার ভোট হবে। এবারের লোকসভা ভোটে বিশ্বের ইতিহাসে সর্বকালের বৃহত্তম গণতান্ত্রিক অনুশীলন শুরু হতে চলেছে। ৯৬ কোটি ৯০ লক্ষ নথিভুক্ত ভোটার আগামী ৪৪ দিনের মধ্যে ৫৫ লক্ষ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে নিজেদের গণতান্ত্রিক মতামত প্রয়োগ করবেন। ভোটগণনা ও ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন। প্রথম দফায় ১৬ কোটি ৬৩ লক্ষ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন ১ লক্ষ ৮৭ হাজার ভোটকেন্দ্রে। এজন্য গোটা দেশে ১৮ লক্ষ ভোটকর্মী নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন-বেধড়ক মার বিজেপি প্রার্থীর, প্রতিবাদে অবরোধ

পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের প্রায় সব ক’টি রাজ্যে এই পর্যায়ে ভোট হচ্ছে। পশ্চিমবঙ্গে সাতদফায় ভোট হবে। প্রথম পর্যায়ে বাংলার কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নির্বাচন হবে। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর ৩৯ আসনের সব কটিতে ভোট হতে চলেছে প্রথম দফায়। এরপর রয়েছে বিজেপিশাসিত রাজস্থান, সেখানে ২৫ আসনের মধ্যে ১২টি আসনে এদিন নির্বাচন হবে। উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে শুক্রবার ভোট হবে ৮টিতে। পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়াও ভোটগ্রহণ হবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরায়। পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের সংঘাত-বিধ্বস্ত মণিপুরের দুটি আসনেই ভোট হবে শুক্রবার। দেড় বছর ধরে মণিপুরে সংঘর্ষ চলার পরও সেরাজ্য মাড়াননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সেখানে ভোটের প্রচারেও যাননি। ওই রাজ্যের একাধিক গোষ্ঠী ও সংগঠন ভোট বর্জনের ডাক দিয়েছে। অসমের পাঁচ আসন ডিব্রুগড়, জোড়হাট, কাজিরাঙা, লখিমপুর ও শোণিতপুরে ভোট হবে এদিন। পূর্ব ভারতের বিহারের চারটি আসন, ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত অঞ্চলের বস্তার, সংলগ্ন মহারাষ্ট্রের আরও অন্তত দুটি মাওবাদী অধ্যুষিত অঞ্চল চন্দ্রপুর ও গড়চিরৌলি ছাড়া মহারাষ্ট্রেরই ভান্ডারা, রামটেক ও নাগপুরে ভোট হবে। এছাড়া মধ্যপ্রদেশের ২৯টি আসনের মধ্যে ছটি, উত্তরাখণ্ডে পাঁচটি, বিহারে ৪০টি আসনের মধ্যে চারটি, জম্মু ও কাশ্মীরে পাঁচটি আসনের মধ্যে একটি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চলের একমাত্র আসন, লাক্ষাদ্বীপে কেন্দ্রশাসিত অঞ্চলের একমাত্র আসন, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের একমাত্র আসনে প্রথমদফায় ভোটগ্রহণ হবে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

26 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

30 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

39 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

44 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

53 minutes ago