বিজেপি রাজ্যে নড়বড়ে শিক্ষার ভিত! বানান শেখাতে হিমশিম সরকারি স্কুলের শিক্ষক

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সাধারণ জ্ঞানের মধ্যে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর নাম জিজ্ঞেস করা হলেও ছাত্রদের থেকে কোন উত্তর আসেনি।

Must read

ছত্তীসগড়ের (Chhattisgarh) বলরামপুর জেলার মাদওয়া গ্রাম পঞ্চায়েতের ঘোড়াসোত গ্রামের একটি প্রাইমারি স্কুলে ‘Eleven’ লিখতে গিয়ে ঘাম ছুটে গেল খোদ সরকারি স্কুলের শিক্ষকের। ইংরেজিতে সহজ শব্দ লিখতে পারছেন না একজন শিক্ষক। ভিডিও ভাইরাল হতেই ছত্তীসগড়ের বলরামপুর জেলার ওই স্কুল ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। এদিনের ঘটনায় শিক্ষক এবং প্রধান শিক্ষক মিলিয়ে মোট তিনজনের উপস্থিতিতে দেখা গিয়েছে।

আরও পড়ুন-পরিবারের অনুমতিতে রাজা রঘুবংশী হত্যাকাণ্ড এবার সিনেমার পর্দায়

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সাধারণ জ্ঞানের মধ্যে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর নাম জিজ্ঞেস করা হলেও ছাত্রদের থেকে কোন উত্তর আসেনি। এমনকি জেলা কালেক্টর বা পুলিশ সুপারের নাম জিজ্ঞাসা করা হলে শিক্ষকদের থেকেও উত্তর পাওয়া যায় নি। স্বাভাবিকভাবেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই প্রশ্ন উঠেছে রাজ্যের প্রাথমিক শিক্ষার মান নিয়ে। শিক্ষকরা খুব সাধারণ প্রশ্নের উত্তরেও অস্বস্তিতে পড়েছেন বলে দেখা গিয়েছে। বলরামপুর জেলাতে রাজ্য সরকারের একাধিক শিক্ষা প্রকল্প, শিক্ষক নিয়োগ এবং বাজেট কার্যকর। সরকারি নথিপত্রে সেই প্রমান রয়েছে। কিন্তু বাস্তবে স্কুলের এই দুরবস্থা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এমনকি সাংবাদিকদের স্কুলে ঢুকতে না দেওয়ার অভিযোগও রয়েছে। স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

Latest article