প্রতিবেদন : শেখ মুজিবুর রহমানের জীবনে কলকাতার ভূমিকা অপরিসীম। কি ছাত্রাবস্থায়, কি মুক্তিযুদ্ধের নেতৃত্বে, মুজিবের ক্যারিশমার যে প্রতিফলন দেখে অভিভূত গোটা বিশ্ব, তার অনেকটাই গড়ে দিয়েছিল এই শহর কলকাতাই। আর সেই সব কথাই বঙ্গবন্ধু লিখেছিলেন তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’তে। সেই ক্যারিশ্মাকে এবার ফ্রেমবন্দি করতে চলেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষ ।
আরও পড়ুন-সন্তানের জন্ম দিয়েই পরীক্ষা দিলেন নতুন মা
ফ্রেন্ডস অফ বাংলাদেশ এবং বাংলাদেশ উপদূতাবাসের পরিচালনায় তৈরি হতে চলেছে শেখ মুজিবুর রহমানের জীবনের উপর কেন্দ্রীভূত তথ্যচিত্র ‘কলকাতায় বঙ্গবন্ধু’। পশ্চিমবঙ্গে কাজ হবে বঙ্গবন্ধুকে নিয়ে, তাই তাতে মিশে যাবে পূর্ববঙ্গ। দীর্ঘ গবেষণার পর তৈরি হয়েছে এই ছবির তথ্যচিত্র। ৪ এপ্রিল কলকাতার মৌলানা আজাদ কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিক ভাবে শুরু হল শ্যুটিং।
আরও পড়ুন-পদ্মের ড্যামেজ কন্ট্রোল কমিটি
আজ কলেজে উপস্থিত ছিলেন স্বয়ং পরিচালক গৌতম ঘোষ, ছিলেন ফ্রেন্ডস অফ বাংলাদেশ-এর সহসভাপতি সত্যম রায়চৌধুরী এবং কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান। এই তথ্যচিত্র নির্মাণ বিষয়ে একটি ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে। যাতে স্বাক্ষর করেছেন এঁদের সকলেই। এবার লাইট, ক্যামেরা, অ্যাকশন… এই তথ্যচিত্র জুড়ে থাকবে মুজিবুর রহমানের নানা স্মৃতি, থাকবে বিদগ্ধজনের সাক্ষাৎকারের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ।