প্রতিবেদন : টলিপাড়ায় ফেডারেশন বনাম শিল্পী-পরিচালকদের দীর্ঘদিনের সংঘাতের সমাপ্তি। মনোমালিন্য কাটিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করার অঙ্গীকার নিল ফেডারেশন, চ্যানেল ও প্রযোজকরা। গঠন করা হবে বিশেষ কমিটিও। সোমবার সাংবাদিক সম্মেলন করে সেই কথা জানানো হয় ফেডারেশন, তিনটি চ্যানেল ও প্রযোজকদের তরফে। একইসঙ্গে এদিন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, এবার হিন্দি ধারাবাহিকের শুটিংও হবে কলকাতায়! আলোচনা চলছে। খুব শীঘ্রই বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে।
দীর্ঘদিন ধরে টালিগঞ্জের টেলি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন সমস্যা নিয়ে সংঘাত চলছে। যেখানে মূল সমস্যা ছিল সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক বোঝাপড়ার অভাব। তাই এবার ফেডারেশনের উদ্যোগে এবং কয়েকজন প্রযোজকের প্রচেষ্টায় ছোটপর্দায় এক সৌহার্দ্যপূর্ণ কাজের পরিবেশ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ নেওয়া হল। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেসব শুটিং চলছে, সেগুলি বন্ধ করা যাবে না। সমস্যা হলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। স্টুডিওগুলিতে মহিলাদের জন্য শৌচালয়, কলাকুশলীদের জন্য ক্যান্টিন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও কার্যকর পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও মাত্র ৩৫ দিনের মধ্যে মজুরি বৃদ্ধির আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে।
এদিন সাংবাদিক বৈঠক করে ফেডারেশন, বিভিন্ন ও প্রযোজকদের তরফে জানানো হয়েছে, মেগা সিরিয়াল ও ডেইলি সিরিয়াল সংক্রান্ত সমস্ত বিষয়ে কাজ করার উদ্দেশ্যে ১২ সদস্যের একটি ত্রিপাক্ষিক কমিটি গঠন করা হবে। যার মধ্যে ৩টি অংশগ্রহণকারী চ্যানেলের তরফে ২ জন করে সদস্য, প্রযোজকদের তরফে ৩ সদস্য এবং ফেডারেশনের তরফে ৩ জন সদস্য থাকবেন। কমিটির তত্ত্বাবধানে থাকবেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস এবং প্রযোজক নিসপাল সিং রানে।
সাংবাদিক বৈঠকে স্বরূপ বিশ্বাস বলেন, এখানে কেউ কারও প্রতিপক্ষ নয়। ছোট পর্দার দুনিয়ায় কিভাবে কাজ আরও বাড়ানো যায়, কিভাবে আরও ভালো কাজের পরিবেশ তৈরি করা যায় এবং সর্বোপরি আপামর টেলিভিশনের দর্শকদের মন জয় করা যায়; সেই জায়গায় আজ প্রযোজক, চ্যানেল এবং ফেডারেশন একসঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ হয়েছে।
আরও পড়ুন-বিজেপির বিভাজনের নীতিকে প্রাধান্য দিয়ে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে মনুস্মৃতি