প্রতিবেদন : রাম, বাম ও শ্যাম মানে কং যে একই নৌকার যাত্রী, একথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলে থাকেন। তার হাতেগরম প্রমাণও মিলল এবার। বাগানগ্রাম গ্রামসভায় ২৫০ নম্বর বুথের বিজেপি এবং কংগ্রেস প্রার্থীকে পাওয়া গেল একই ব্যানারে। যা নিয়ে সোমবার গোটা দিনই রাজনৈতিক মহল তোলপাড়। দুই প্রার্থী সাফাই দিয়েছেন, এটা দলীয় স্তরে নয়, তাঁরা নিজেরাই করেছেন। এই ঘটনার কথা সামনে আসতেই তৃণমূল মুখপাত্র তথা আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য তীব্র ব্যঙ্গ হানেন। ফেসবুক পোস্টে দেবাংশু সোনিয়া গান্ধী এবং অধীর চৌধুরিকে কটাক্ষ করে সুনন্দপুর গ্রামপঞ্চায়েতের বনগাঁ পঞ্চায়েত সমিতির ঘটনাটির কথা তুলে ধরেন। এই অশুভ আঁতাতের ব্যাখ্যা চান।
আরও পড়ুন-হুগলিতে জয় শুধু সময়ের অপেক্ষা
বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের ২৫০ নম্বর বুথে ভোটার বেশি হওয়ায় গ্রামসভার দুটি কেন্দ্র। একটি পার্টে বিজেপির প্রার্থী শিল্পী বালা, ওই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দেয়নি। অন্য কেন্দ্রে কংগ্রেস প্রার্থী পবিত্র সরদার। এখানে বিজেপি প্রার্থী দেয়নি। একই দেওয়াল লিখন এবং ব্যানারে পরপর কংগ্রেস এবং বিজেপি প্রার্থীর নাম। উপরে কংগ্রেসের হাত চিহ্ন। নিচে পদ্ম। এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ফেসবুকে। জোটের কথা কার্যত স্বীকার করেছেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। বলেন, নিচুতলায় এটা ‘নো ভোট টু মমতা’র একটি অংশ হতে পারে। এ প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, তৃণমূলকে হারাতে বিজেপি, সিপিএম ও কংগ্রেস জোট করেছে।