উঠল অবস্থান, কাজে ফিরছেন শিক্ষকেরা

Must read

প্রতিবেদন : ধীরে ধীরে কমে আসছিল লোকসংখ্যা। অচিরেই আন্দোলনরত শিক্ষকেরা (Teachers) বুঝতে পেরেছিলেন সমর্থন মিলছে না। তাই অবশেষে এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান প্রত্যাহার করলেন শিক্ষকেরা। একই সঙ্গে জানালেন আগামী সোমবার থেকেই কাজে যোগ দিচ্ছেন তাঁরা। বঞ্চিত চাকরিহারারা জানাচ্ছেন তাঁদের দাবি অনেকটাই পূরণ হয়েছে। গরমের ছুটির আগে পর্যন্ত স্কুলে যাবেন তাঁরা। ইতিমধ্যেই কারা কাজে যোগ দিতে পারবেন তার একটি তালিকা জমা দেওয়া হয়েছে ডিআই অফিসে। স্কুলে-স্কুলে পড়াশোনা লাটে উঠছে। শিক্ষকের অভাবে পঠনপাঠন প্রায় বন্ধের মুখে। তাই এবার শিক্ষকেরা (Teachers) অবস্থান তুলে স্কুলে যোগ দেবেন বলে জানাচ্ছেন। এদিকে আন্দোলনরত শিক্ষকদের মধ্যেই ভাগ হয়ে গিয়েছে দুটি দলে। তাঁদের নিজেদের মধ্যেই শুরু হয়েছে বচসা। এই আবহে এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান তুললেন তাঁরা।

আরও পড়ুন- বাগুইআটি ট্রলি-ব্যাগ কাণ্ডে তরুণী খুনে গ্রেফতার প্রেমিক

Latest article