বস্তিবাসীরা পেলেন বাংলার বাড়ি

Must read

প্রতিবেদন : বস্তিতে বসবাসকারী মানুষদের থাকার সুব্যবস্থা করার জন্য ‘বাংলার বাড়ি’ (Banglar Bari) প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্পের (Banglar Bari) আওতায় বুধবার বেহালা পর্ণশ্রীর বস্তি এলাকার বাসিন্দাদের ফ্ল্যাটের চুক্তিপত্র হস্তান্তর করলেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)। চুক্তিপত্র সহ চাবি প্রাপকদের হাতে তুলে দেন মন্ত্রী। ফিরহাদ হাকিম বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুর এলাকার বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার জন্য বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন। এর ফলে তাঁরা আরও ভালভাবে জীবনযাপন করতে পারবেন। আমরা চুক্তিপত্র সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করেছি। একইসঙ্গে তিনি জানান, এগুলি বস্তি পুনর্বাসন প্রকল্পের অধীনে নির্মিত হয়েছে। যে ফ্ল্যাটগুলি তৈরি করা হয়েছে সেগুলি ৩২০ বর্গফুটের। এক-একটি ফ্ল্যাটে রান্নাঘর, বাথরুম এবং বারান্দা রয়েছে। ফিরহাদ জানান, চুক্তি অনুযায়ী প্রাপকদের একটি সোসাইটি গঠন করতে হবে। পাম্প হাউস, কমন প্যাসেজ বিষয়ে হাউসিং কমপ্লেক্সকে রক্ষণাবেক্ষণ করতে হবে। সুবিধাভোগীরা কমপক্ষে ১৫ বছর এই ফ্ল্যাট বিক্রি করতে পারবেন না। তবে এই সময়ের পর প্রাপকরা মালিকানার অধিকার পাবেন। তখন তাঁরা তাঁদের ফ্ল্যাট বিক্রি করতে পারবেন।

আরও পড়ুন- হুমকির সুরে কথা বলা উচিত নয় শাহর : জহর

Latest article