প্রতিবেদন : মানুষের নিশ্বাসে সমস্যা হলে অনেক সময় মাউথ টু মাউথ রেস্পিরেশন (Mouth to Mouth Respiration) দেওয়া হয়। কিন্তু তা বলে সাপের (Snake)? দুটি সাপের প্রাণও বাঁচানো হয়েছে এই একই পদ্ধতিতে। শনিবার এই ঘটনা জলপাইগুড়ির (Jalpaiguri)। যিনি দুটি সাপের প্রাণ এইভাবে বাঁচিয়েছেন তাঁর নাম বিশ্বজিৎ দত্ত চৌধুরি। জলপাইগুড়ির পরিবেশকর্মী। তাঁর চিকিৎসায় নেতিয়ে যাওয়া সাপ দুটি দিব্যি সুস্থ হয়ে ওঠে। ঠিক কী ঘটেছিল? জলপাইগুড়ি কলেজপাড়ার একটি বাড়িতে দুটি ঘরচিতি সাপ ঢুকে পড়ে। বহু চেষ্টাতেও সাপ দুটিকে বাইরে বের করতে না পেরে বাড়ির লোকজন ঘরে ফিনাইল ছিটিয়ে দেন। গায়ে ফিনাইল পড়তেই সাপ দুটি ঘরের দরজার কোণে ঢুকে যায়। ফিনাইলের স্পর্শে সাপ দুটি নিস্তেজ হয়ে পড়েছে, তখন বাড়ির সদস্যরা সাপ উদ্ধারের জন্য বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ করেন। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, সাপ দুটির অবস্থা সংকটজনক। সাপ দুটির হৃদযন্ত্র সচল রাখতে তিনি মাউথ টু মাউথ রেস্পিরেশন (Mouth to Mouth Respiration) দেন। এরপরই নিস্তেজ সাপ দুটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এরপর জলে কস্টিক গুলে তাদের স্নানও করান তিনি। প্রায় ঘণ্টাদুয়েক বাদে সাপ দুটিকে জঙ্গলে
ছেড়ে দেন।