প্রতিবেদন: অবিশ্বাস্য হলেও সত্যি। হিমালয়ের বরফে ঢাকা পড়ে যাওয়া গুহায় টানা ৩দিন ধরে আটকে থেকেও প্রাণে বেঁচে গেলেন এক জওয়ান । রক্ষা পেলেন তাঁর এক সঙ্গীও। উত্তরাখণ্ডের মুনসিয়ারির ঘটনা। অনিল রাম (Anil Ram) নামে ভারত-তিব্বত সীমান্ত পুলিশের প্রায় বরফ-সমাধিই ঘটে গিয়েছিল হিমালয়ের বুকে। ভারত-চিন সীমান্তে টহল দেওয়ার সময় মাঝরাস্তাতেই শুরু হয় আচমকা ভারী তুষারপাত। পথ হারিয়ে ফেলেন বিহারের বক্সারের বাসিন্দা অনিল রাম এবং তাঁর সঙ্গী মালবাহক দেবেন্দ্র সিং। অগত্যা মুনসিয়ারি থেকে ৮৪ কিমি এক গুহায় আশ্রয় নেন দু’জনে। কিন্তু প্রবল তুষারপাতে বন্ধ হয়ে যায় গুহার মুখ। কোনওভাবেই দুজনের পক্ষে ভাঙা সম্ভব ছিল না সেই বরফের দেওয়াল। ফলে মৃত্যুর প্রতীক্ষা ছাড়া আর কোনও উপায়ই ছিল না অনিল আর দেবেন্দ্রর। উদ্ধার-অভিযান শুরু হলেও কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁদের। শেষে ৩ দিন পরে চিহ্নিত করা সম্ভব হয় গুহাটিকে। বরফের দেওয়াল ভেঙে উদ্ধার করা হয় দু’জনকে। ভর্তি করা হয় উত্তরাখণ্ডের সেনা হাসপাতালে।
আরও পড়ুন-তিরুপতি মন্দিরের প্রসাদ নিয়ে বিতর্ক