বাম জমানার বঞ্চনার সমাধান হল দু’মাসেই

এরপর ২০২২ সালের পুর নির্বাচনের আগে মন্ত্রী বিপ্লব মিত্র স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে সমস্যার কথা শুনে সমস্যা মেটানোর আশ্বাস দেন।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : বাম জমানার ৩ দশকের সমস্যা মুখ্যমন্ত্রীর শিলান্যাসের ২ মাসের মধ্যে সমাধানের পথে। মুখ্যমন্ত্রীর শিলান্যাসের কয়েক মাসের মধ্যেই বালুরঘাট পুরসভার তৎপরতায় এক ঝটকায় দীর্ঘ কয়েক দশকের ভোগান্তির সমাধান, মুখে হাসি বাসিন্দাদের। দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাটের ৪ নং ওয়ার্ডে রয়েছে পাহানপাড়া। রাস্তা-পথবাতি-পানীয় জলের সমস্যায় ভুগছিলেন৷ পাহানপাড়ার বাসিন্দাদের অভিযোগ ছিল, আবেদন-নিবেদন জানিয়েও বাম জমানায় দীর্ঘ প্রতীক্ষার পরেও নির্মাণ হয়নি রাস্তা, সমস্যা ছিল পথবাতির, ছিল না পানীয় জলের সুব্যবস্থাও।

আরও পড়ুন-বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে দায়িত্বে তাপস

এরপর ২০২২ সালের পুর নির্বাচনের আগে মন্ত্রী বিপ্লব মিত্র স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে সমস্যার কথা শুনে সমস্যা মেটানোর আশ্বাস দেন। এরপর ২০২৩ সালে বালুরঘাট পুরসভা পাহানপাড়াতে ড্রেন সমেত রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। যার পরে ২০২৩ সালের গত ৩১ জানুয়ারি গাজলে অনুষ্ঠিত প্রশাসনিক সভায় খোদ মুখ্যমন্ত্রী ওই রাস্তাটির নির্মাণ কাজের শিলান্যাস করেন। এরপর ধাপে ধাপে পাহানপাড়ার বাড়ি বাড়ি বালুরঘাট পুরসভা পৌঁছে দেয় পানীয় জলের সংযোগ, হয় পথবাতির ব্যবস্থা, নির্মাণ হয় ড্রেন। সোমবার পাহানপাড়াতে ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়।

Latest article